ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, October 30, 2021

 একটু সময় হবে

-শুভ জিত দত্ত


তোমার সাথে বললে কথা

ভুলে যায় সব কিছু 

দুঃখ বলে আছে নাকি

মাথায় আসে না


অপেক্ষা আমি করতে পারি

একটু কথা বলতে দেবে

সময় নষ্ট করবো না

কাজের ফাঁকে কথা বলো 


কখন তোমার সময় হবে

জমানো কিছু কথা আছে

অনেক কিছু বলবো তোমায়

যখন একটু সময় দেবে


যদি খুব রাগ করো 

খানিক একটু বকা দিও

তবুও একটু সময় পেলে

আমার সাথে কথা বলো


Wednesday, October 27, 2021

 দুঃখের সঙ্গী

-শুভ জিত‌ দত্ত


সেদিন হয়তো আকাশটা

বড় মেঘলা ছিল

কলো মেঘের দল গুলো

এসে জড়ো হচ্ছিল


হঠাৎ করেই যেন ছেয়ে

গেল আকাশ জুড়ে

ক্রমেই বিষণ্ণতা ছড়িয়ে পড়লো

কিছু সময়ের ব্যবধানে


তোমার মনটা খারাপ ছিলো

তাই হয়তো সেদিন ওরা

তোমার কষ্টের সঙ্গী হলো

আবার দুঃখের ভাগও নিলো


শুধু আমি কেন কাঁদতে 

পারছিনা না বলতে পারো

শুধু প্রচন্ড যন্ত্রনায় কেন 

ছটফট করছি সারাদিন।।



Monday, October 25, 2021

কবিতা

মায়ার জালে

-শুভ জিত দত্ত

কোন এক কুয়াশা ভেজা

শীতের সকালে

শিশির ভেজা মাঠে তোমাকে

হাটতে দেখে

নিজেকে হারিয়ে ফেলেছিলাম

কি অপূর্ব রূপ যেন তার

চোখ ঝলসে যায়

তাই বার বার বাঁধা পরি

তোমার মায়ার জালে

অচেনা তুমি ছিলে মায়াবী


মন কেরে নাও কি আছে

অপূর্ব ক্ষমতা তোমার

জানো সেদিনের পর থেকে

ঘুমটুা চলে গেছে

যেদিন দেখেছি তোমায়।

Sunday, October 24, 2021

 অপেক্ষা

.... শুভ জিত দত্ত


দেখ ঠিক খুঁজে নেব

যেখানেই তুমি থাকো

বিধাতা যখন লিখেছে

পাবো একদিন ঠিকই


হয়তো কিছুদিন একাকীত্ব

গ্রাস করবে আমায়

তুমি আসবে একদিন

এইভেবে ভালো থাকবো


অনেক গল্প রেখেছি জমিয়ে

যেদিন আসবে তুমি

মনের কথা গুলো 

শোনাবো তোমায়


শুধু জানি না

তুমি কেমন আছো

মনে মনে জপি ঈশ্বরের নাম

যেন তোমায় ভালো রাখে

Saturday, October 23, 2021

কবিতা

 ওরা সংখ্যালঘু

-শুভ জিত দত্ত


রক্ত জল করে গড়া সম্পদ

পুড়ে যেতে দেখতে হয়

অসহায় এর মতো

আর ক্রমাগত চোখের 

জল ফেলতে হয়

এক সময় এই চোখের

জল অভিশাপ হয়ে 

ধরা দেবে সময়ের ব্যবধানে

কি দোষ ছিল

কি বা অন্যায় ছিল

তবু কেন এতো বড়

শাস্তি পেতে হলো

আমরা দূর্বল জাতি

এই কি ওদের অপরাধ

আমরা থাকি আমাদের

মতো লাগি না কারো পিছু

যায় না কোন ঝুট ঝামেলায়

থাকি নিজেদের মতো

তবু কেন হামলা অত্যাচার

আর কত দিন সহ্য 

করতে হবে এই নিদারুণ অত্যাচার।।

Friday, August 27, 2021

কবিতা

 ভালোথাক সম্পর্ক

--শুভ জিত দত্ত


হয়তো নিজেকে ভাবি না

তোমার সমকক্ষ

একটু আড়াল থেকে হলেও

প্রিয় মানুষটি হয়ে থেকো


কখনো মনের ভুলেও কাছেই

গিয়ে আমি দাঁড়াবো না

শুধু দূর থেকে দেখবো তোমায়

যদি কখনো সুযোগ হয়


প্রকাশ করতে যত বাধা বিপত্তি

তাই অপ্রকাশিত হয়ে থাক না

শুনেছি কাছাকাছি হলেই নাকি

কত মধুর সম্পর্ক ভেঙে যেতে


তবে এই ভালো আমার মাঝে

তোমার অস্তিত্ব থাকুক চিরকাল

শুধু কল্পনাকে বেছে নেব 

দুজনের সঙ্গী করে।।

Monday, August 2, 2021

কবিতা

 আমাকে ছেড়ে

-শুভ জিত দত্ত

হঠাৎ করে কেন এমন

এতো অচেনা হলি 

খুব তো বলেই যেতিস

তুমি ছাড়া চলেনা


এখন আবার কি এমন হলো

আমাকে ছেড়ে থাকিস

নাকি হঠাৎ করে একা থাকা

খুব ভালো শিখে গেছিস 


পথ চলতে খুব তো আমাকে

সাথে নিয়ে যেতিস 

আমাকে ছাড়া বের হতেও

নাকি খুব ভয় হতো


সেই ভয় কি হঠাৎ চলে গেছে

খুব জানতে ইচ্ছে করে

আর কেমন আছিস তুই

এই আমাকে ছেড়ে।।

Tuesday, July 6, 2021

 

বেঁচে থাক সম্পর্ক

-শুভ জিত দত্ত


বহু দূর থেকে খুঁজে নেব

তবু কাছে যাবো না

জানো তো কাছাকাছি হলে নাকি

কতো মধুর সম্পর্ক ছিন্ন হয়ে যায়


তাই দূর থেকে দেখে যাবো

বলবো না ভালো লাগে

তবু বেঁচে থাক আড়ালে থাকা

মধুর সম্পর্ক গুলো


আমার ভালো লাগা হয়ে 

থেকে যেও তুমি

শুধু মনের ভুলে দূর থেকে দেখবো

কখন যাবনা তোমার কাছে


যদি কথা বলাতেই সৃষ্টি হয়

যতো ভুলবোঝাবুঝি

তাহলে থাক না কথা বলা সামনাসামনি বলবো না

মনে মনে বলবো শুধু তোমার সাথে কথা।।

Sunday, July 4, 2021

 বৃষ্টির গান

-শুভ জিত দত্ত



বৃষ্টিরা অঝোর ধারায় ঝরছে ক্রমাগত

ভিজিয়ে দিয়ে মনের কষ্ট যত

বিদায় দিয়ে হাজারো দুঃখ

নতুন ছন্দে বাঁচাতে শেখা


প্রকৃতি তাই তাল মিলিয়ে

গাইছে নতুন সুরে

বাঁধছে ওরা নতুন গান

বৃষ্টির সুরে নতুন কোনো তালে


মেঘের মন খুলে ঝরছে অবিরাম

ধারার মত যখন তখন

থই থই জল কাঁদায়

উচ্ছাসে মন তাই নেচে ওঠে


বৃষ্টি তাই শিখিয়ে গেল নতুন সুরে

নতুনের সাথে বাঁচাতে শেখা

মন তাই খুশির জোয়ার

গাইছে আজ বৃষ্টির গান।।


 ভোটের অভিজ্ঞতা

-শুভ জিত দত্ত



আমার দাদু পেশায় ছিলেন

উকিল লোয়ার কোটে

ইচ্ছা ছিলো এবার তিনি

লড়বে পৌর ভোটে


টাকা কড়ি খরচ করে

শেষে গেলেন হেরে 

এখন তিনি ছাগল পোষেন

আস্ত একটা ধেরে   


এবার তবে দাদু ঠিকই 

মানুষ হলো বটে

ভুলেও তিনি যাবেন না আর

ভোটের মাঠের তটে


সবই খোয়া যাওয়া পরে

বুঝলেন তিনি কিছু

মানুষ গুলো শুধু খালি 

ছোট টাকার পিছু।।





Monday, June 28, 2021

 আমার দুটি লেখা


তুমি তোমার আপন রূপে 

জাদুতে মুগ্ধ করো

কোনো এক মায়ার জালে

জড়িয়ে ফেলো


তোমার চোখের ইশারায় 

ভুলিয়ে রাখো 

যতো জমানো দুঃখ কষ্টের

স্মৃতি গুলো


তোমার শাড়ির ভাঁজে 

বেঁধে রাখো

মনের সবটুকু দিয়ে 

উজাড় করে রাখো


তাই ছুটে আসি 

কোনো এক অচেনা আবেশে

পারি না ঠিক থাকতে 

নিজেকে কোনো মতে।।

...........................................................


অপলক দৃষ্টিতে চেয়ে থাকো

কোন এক ইশারায়

জরিয়ে ফেলো

লাল শাড়ির মায়ার বাঁধনে

আটকে তুমি রাখো


তুমি যেন সবার থেকে

রুপে গুণে সেরা

তাই হয় তো বাঁধা পড়ি

ওই রুপের মায়ায়


তোমার কথা শোনার 

অপেক্ষা তাই বাড়ছে

ক্রমে ক্রমে

জানি না কবে আবার

দেখা হবে


আর মুগ্ধ হবো 

তোমার দিকে চেয়ে থেকে

সব ভুলে যেতে হয় 

ওই মুখের দিকে তাকালে।।

Sunday, June 20, 2021

 ছুটি অবশেষে পেলাম

-শুভ জিত দত্ত


এইতো সেদিন কার কথা হয়তো একটা মাসও কাটে নি । তোমাকে দেখলাম কতো হাসি খুশি শুধু হলো না কথা।এই তোমার সাথে কত কথা হয়েছে হাঁটতে হাঁটতে পথের ধারে।কত সময় হারিয়ে গিয়েছে তোমার মাঝে।সে কথা গুলো হয়তো কখনো ভুলে থাকা সম্ভব না। শেষ বার যখন বিদায় দিয়ে ফিরে যেতে হলো কর্মস্থলে তখনো ভাবি নি তুমি আমার উপর এতো অভিমান করে আছো ।

কাজের ফাঁকে ফাঁকে শুধু তোমার কথাই শুধু মাথাই ঘুরতো।তাই হয়তো সময়ে অসময়ে ফোন দিয়ে তোমাকে জ্বালাতাম ।এক বিন্দুও স্থির থাকতে পারি নি সেখানে, কবে বাড়ি গিয়ে তোমাকে দেখব সেই আশায় দিন পার করেছি।তবে অবশেষে ছুটি পাওয়ার খবরে মনটা নেচে উঠল ।কতো চেষ্টা করেছি ছুটি নেওয়ার জন্য তবু অফিসের বস হাজারো মিথ্যে কথা বুঝিয়ে আমার ছুটি বাতিল করতো। মাঝে মাঝে ভাবতাম কাজটা ছেড়ে দিয়ে তোমার কাছে গিয়েই থাকবো আর ফিরে যাবো না ।হঠাৎ তখনই ফোন পেলাম ছোট ভাইয়ের ভাইয়া ভাবি খুব অসুস্থ । অনেক টা সাহস সঞ্চয় করে ছুটে গেলাম কিন্তু ভাবি নি তোমাকে এভাবে দেখতে হবে।তোমাকে তো আমি দেখতে চাই নি তুমি যেমন কথার তুবড়ি ছোটাও আজ তবে কেন নিশ্চুপ ।হাসি মাখা মুখে তুমি কেন কথা হীন।এতো তো সময় নিয়ে কতো কথা বলতে তোমার ভেতরের কষ্টের কথা তো কখনো আমাকে বলো নি।এই ভাবে না বলে আমাকে ছেড়ে চলে যেতে হলো।কি দোষ করেছি ? হয়তো ছুটি দিতে বস বড্ড নারাজ ছিল তবুও আমি তো অনেক কষ্টে ছুটির ব্যবস্থা করেছি ।তাই বলে এভাবে চলে যেতে হবে, কেন করলে আমাকেও সাথে নিতে, তবে ওপারে ভালো থেকো প্রিয় ,জানো আমি কাজটি ছেড়ে দিয়েই আজীবন এর মতো তোমার কাছে ছুটে এসেছিলাম ।আর যাব না তবে তুমি তো আর রইলে না। তোমাকে ছেড়ে কি থাকতে পারি বলো ওই দূরের দেশে।আমি কাউকে না জানিয়ে ঠিকই একদিন তোমার কাছে ছুটে আসব।।

Tuesday, June 15, 2021

 আমার দুটি লেখা


ফেলে এসেছি কতো 

অতীতের কালো অধ্যায় গুলো

দুঃস্বপ্ন হয়ে থাক না তবে


সব অপবাদ মেনে নিয়ে

আমি সরে গেছি

আমি এখন ভালো আছি

নতুন কেউ হয়তো আসবে

তোমার থেকে ভালো


তাকে নিয়ে এখন 

আমার নতুন স্বপ্ন বোনা

সব কিছু মেনে 

নিয়ে সে উড়াল দেবে

.....................................................


কোন এক উজ্জ্বল নক্ষত্রের 

থেকে আলোকিত হয়তো

তোমার মুখের চাহনি


বার বার তাই শত ব্যস্ততার 

মাঝেও বাঁধা পড়তে হয়

হঠাৎ যখন চোখ পড়ে


জানি না কি মায়ায় জালে

জড়িয়ে ফেলে ওই 

জাদুকরী মুখখানি


বাধ্য হয়েই চোখ চলে যায়

শিল্পীর নিপুণ তুলিতে আঁকা

তোমার মুখের হাসি।।

Saturday, June 5, 2021

 ভুলের অবসান

শুভ জিত দত্ত


ঠিক পড়ন্ত বিকেলে বের হবে

হতে নিয়ে কিছুটা সময়

জানি হাজারো ব্যস্ততা তোমার

পিছু ছুটতে থাকে


তবু চলো একটা দিন ,কিছুটা 

হলেও মিটবে মনের খিধে

খুব একান্তে বলল তোমায় 

জমানো হাজারো কথা


তখন একটুও জমবে না

তোমার আমার ভুল বোঝাবুঝি

সম্পর্কে গভীরতা ও বাড়বে

তখন দেখো তুমি।।


কেউ কাউকে আর দোষ

দিতে পারবে না ভুলেও

শুধু বন্ধন হবে জোড়ালে

চলো বের হই।।

 মিনতি তোমার কাছে

শুভ জিত দত্ত


কেউ নিঃস্বার্থ নিয়ে 

পাশে যদি দাঁড়ায় কখনো

তাকে ফিরিয়ে দিওনা

পারলে কাছে ডাকো


তোমাকে ছাড়া যে

অন্য কিছু বোঝে না

তাকে ভুল ভেবো না

সঙ্গে তাকে রেখো


সব কিছু যে ছাড়তে 

পাড়ে তোমার এক কথায়

তাকে কখনো অবহেলার 

চোখে দেখো না


আর কিছু না হোক

ক্ষতি সে করবে না

দূরে থেকেও মনে প্রাণে 

তোমার ভালো চাইবে।।



Monday, May 31, 2021

 ঝেড়ে ফেলা কষ্ট

-শুভ জিত দত্ত


অঝোর ধারায় ঝড়ছে বৃষ্টি

আকাশ মন খুলে চোখের

জলে নিজেকে হালকা 

করে নিচ্ছে


তার জমানো চাপা খোভ 

কষ্ট গুলো বিসর্জন দিয়ে

আজ সে নিজেকে একটু

হালকা করে নিতে চায়


কারো কথায় আজ সে

বড়ো অভিমানী হয়েছে

রেখে ছিল চেপে নিজের

মনেরই অগোচরে


এখন সে অনেক হালকা

মন খুলে কথা বলে

নেই কোনো অভিমান

সব কিছু ঝেড়ে ফেলে।।

 

আবার ফিরে এসো

-শুভ জিত দত্ত

আজো কেন জানি না

ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

তোমার সাথে কাটানো

স্মৃতির পাতা গুলো


বড্ড অবহেলা আর

অযত্নে পড়ে থাকা

অ্যালবাম জ্বলে গেছে

ছবি গুলো বোঝা দায়


তবু তো তুমিও কি

ভুলে আছো নাকি

মাঝে সাজে আমাকে 

খোঁজো মনের অন্তরালে


সেদিন হয় তোমার কথা

বোকা বোকা হয়ে শুনে

গেছি আমি সরল সোজা

তাই কি উত্তর দেবো


এতেই কি সব শেষ হয়ে

যাবে আর কি কোনো

মতে একটি বারো 

যায় না ফিরে আসা।।




Thursday, May 27, 2021

 অবশেষে দেখা

-শুভ জিত দত্ত


আজ সকালে বৃষ্টি মূখর 

অজানা গল্প গুলো মনে ভাসে

সেদিনের সেই হারিয়ে যাওয়ার

গল্প মনে আছে তোমার


তোমার সাথে আমিও ভিজেছিলাম

প্রচন্ড ঠান্ডার আর হয়নি

দেখা করা বছর কেটে গেল


সেই যে চাকরি পেয়ে

চলে যাওয়া এক অচিনপুরের দেশে

বার বার কাজের ফাঁকে

মন চায়তো তোমার সাথে 

দেখা করি


শত চাওয়া শত প্রার্থনা

আজ সত্যি হলো

প্রকৃতির এক অনন্য আশির্বাদে


তোমার সাথে দেখা হবে

হঠাৎ বৃষ্টির দিনে

আমার অফিসের বাস স্টপে

চল তবে হারিয়ে যায়।।



 অজান্তে ভালো লাগা

-শুভ জিত দত্ত


আমার কল্পনাতে তুমি

অজান্তেই থেকো মনের কোণে

তাহলে হয়তো মান ‌অভিমান

আসবেনা একটি বারো


বড়ো যত্ন করে আগলে

রাখবো বছরে পর বছর

আর দূর থেকে দেখবো

তোমায় সূ্যোগ পেলে


কাছেই এলেই শুনেছি

নাকি যত অভিমান দানা বাঁধে

তাই আমার মতো করে

তোমাকে সুন্দর তম

স্থানে ঠাঁই দেবো


তোমাকে জানতে দেবো না

যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়

এভাবে থাক না ভালো 

আমার তোমার সম্পর্ক।।

Tuesday, May 18, 2021

 পাড়ার দাদা

শুভ জিত দত্ত

এমনি একটু ভুলের সাজা

দেবেন আবার দাদা

অনেক রকম শাস্তি দেবেন

খাইয়ে দিতেন আদা


তাহার আবার গুণও আছে

রাখে পাড়া মাথাই

ভুলের ঘোরে মেশে না কেউ

খারাপ ছেলের গাতাই


সুনাম আছে পাড়ার দাদার

তিনি বড়ো দাতা

কবি রাজি করে দাদা

পড়ে দিতেন পাতা

 সোনার হাড়ি

-শুভ জিত দত্ত

আমার আছে গুপ্ত হাড়ি

তাতেই জাদুর গুলি,

যখন ইচ্ছা চাইতে পড়ি

অনেক মজার পুলি ।


চাইলে পড়ে মোহর মেলে

আরো টাকা কড়ি,

রান্না ঘরে বৌয়ের কথাই

আনি আমি খড়ি।


ছেলে যখন বায়না ধরে

লাগবে অনেক খেলনা,

সোনার হাড়ি কদর অনেক

একটু নয় সে ফেলনা।


যত্ন করে রাখি তুলে

রুপার একটা খাঁচায়,

গোপন‌ কথা জানে শুধু

জানে আপন চাচায় ।।


Saturday, May 15, 2021

 

সম্পর্কের গভীরতা

-শুভ জিত দত্ত

তোতোটাই দূরে সরিয়ে রাখো

যতোটা দূরে থাকলে

আরো প্রবল হয়ে ওঠে

হয়তো সম্পর্কের গভীরতা


তোমাকে দেখার ইচ্ছা টা

আকুল হলেও খুব সল্পতে

দেখাটা সেরে নেবো যাতে

সম্পর্কের ভাঙন না ধরে


খুব বেশি ঝগড়া আমি 

করবো না তোমার সাথে

যাতে কোনো মতে

সম্পর্কের বিচ্ছেদ না ঘটে


আমাকে নিয়ে ভাবনা গুলো

সাজিয়ে নিও তুমি 

কোন মতে কেউনা প্রবেশ করে

আমার তোমার সম্পর্কের মাঝে ।।




Thursday, May 13, 2021

 আমার কাব্যের তুমি

শুভ জিত দত্ত


আমার যতো কাব্য গুলো

তোমার নিয়ে লিখি

মনের কথা পড়তে গেলে

কতো কিছু শিখি 


তুমি হয়তো ছন্দের থেকে

একটু বেশি কিছু

সময় পেলে কেনো জানি

লাগি তোমার পিছু


আমার লেখার মাঝে শুধু

তোমার কথাই আসে

মনের সাথে সুখের স্মৃতি

চোখের সামনে ভাসে


হয়তো শুধু একটু বেশি

তোমার কথাই ভাবি

কবে তুমি আমার জন্য

খুলবে মনের চাবি।।

Friday, May 7, 2021

 অচেনা গন্তব্যে

শুভ জিত দত্ত


গহীনে লুকিয়ে মনের খেয়ালে

বার বার উঁকি দিয়ে খোঁজা

হয় তো বা এটিই তোমার

গন্তব্যের পথ 


কখন যে তোমার চরণ 

স্পর্শ করে এই পথ পাড়ি 

দেবে তার অপেক্ষায় হয়তো

চেয়ে থাকা


সময় অসময়ে ছুটে যেতে ইচ্ছে

হয় হঠাৎ মনের টানে কিন্তু

দেখা মেলে না কি জানি

সময়টা অজানা


এবার ঠিক দিন টাই পার 

করবো সেই পথের ধারে 

যা আছে কপালে বিশ্বাস আছে

দেখা তোমার পাবো।।

Monday, May 3, 2021

 অবাক ঘটনা

-শুভ জিত দত্ত


প্রতি দিনের রাত্রি শেষে

ঘটছে মজার ঘটনা,

ভাবতে ভাবতে মানুষ গুলো

হচ্ছে এখন দোটানা ।


অবাক করা কাহিনী নিয়ে

হচ্ছে নানা রটনা,

খবরে কাগজে রোজকার পাতায়

কোনো গুলো ছোটনা।


নতুন নতুন ঘটনা দেখে

ভাইয়ের সাথে পটেনা,

একটু কিছু বললে পরে

গাড়ি গুলো ছোটেনা।


ওমনি বললে কিছু কথা

আছে আমার নানা,

এমন চড়ে বসিয়ে দেবে

করে দেবে কানা।


Saturday, April 24, 2021


পাখির ডানা

-শুভ জিত দত্ত


থাকতো যদি দুটি ডানা

মেলে দিতাম পাখা,

আকাশ জুড়ে রঙের ছটা

ইচ্ছে মতো মাখা।


বন্ধু হতো পাখি যতো

তাদের সাথে খেলা,

সবাই মিলে মেতে ওঠা

বসতো কতো মেলা।


খেয়াল খুশি উজাড় করে

একটু খানি উড়তাম,

মায়ের বকুনি শোনার আগে

সকাল সন্ধ্যা পড়তাম।


এটাই আমার স্বপ্ন ছিলো

সেদিন ঘুমের মাঝে,

নানা গল্পে উঁকি মেরে

আমার স্বপ্ন সাজে।।





Tuesday, April 20, 2021

 বোনের বিয়ে

শুভ জিত দত্ত


পরশু দিনের দুদিন পরে

আমার বোনের বিয়ে।

জামাই বাবু পড়ে আছে

মামার বাড়ি গিয়ে।


মোরগ পোলাও করবে এবার

সাথে আছে পোস্ত।

পাড়ার লোকে খাবে বেশি

খাবে নাতো রোজতো?


বোনের ইচ্ছে ঘোড়ায় চড়ে

সাথে নেবে পালকি ।

তাহার শাড়ি বলছে লোকে

একটু বেশি লালকি?


জামাই বাবা পেটুক ভারি 

একটু দিলেই রাগে,

ওমনি বললে মুখের উপর

লাগেজ নিয়ে ভাগে।




 

 চিরচেনা পথের পানে

শুভ জিত দত্ত


তোমার আশা যাওয়ার 

পথটা চেয়ে থাকি

অবাক হয়ে ভাবি কখন

যাবে এ পথ দিয়ে


প্রতিদিন ঠিক ঘড়ি ‌ধরে

নিজেকে আড়াল করে 

শুধু দেখবে বলে খানিকটা

সময় গুণতে থাকা


তোমার ওই অবাক করা

মন জুড়ানো হাসি

লাম্বা চুলে বাতাসের সাথে

অবিরাম খেলতে থাকে

তাই হয়তো কোন মতে 

মন বসে না কাজে।।



Wednesday, April 14, 2021

 নতুন বছর

শুভ জিত দত্ত


বৈশাখ এলেই বাঙালি যেন

উচ্ছাসে মেতে ওঠে

বাহারি কত সাজে তাই

নিজেকে মেলে ধরে


প্রকৃত আবার উজাড় করে

ঢেলে দিয়ে রুপের ঢালা

নানা রঙের শোভা মেলে

বার বার চেয়ে থাকা


উৎসব যেন সর্বজনীন 

নেই তো ধনী গরিব

মেতে ওঠে তাল মিলিয়ে

বৈশাখের চেনা সাজে


দুঃখ কষ্ট যাক না চুলোয়

বছরের এই দিনটাতে

সবে মিলে গাইবো আজ

নতুন সুরে গলা মিলিয়ে।।





Friday, April 9, 2021

 আবার করোনা

-শুভ জিত দত্ত


মহা প্রকোপ নিয়ে হঠাৎ

আবার এলো বিপদ ,

বাড়ির বাহির হলে নাকি

ধরবে নাকি আপদ।


এদিক ওদিক ভাইরাস আবার

যাচ্ছে হঠাৎ ছড়িয়ে,

খালি মুখে বাইরে গেলে

মাস্ক দিচ্ছে পড়িয়ে।


মানুষ গুলো ঘুরে বেড়ায়

করোনার ভয় পাই না,

অফিস শেষে তারা এখন

রাস্তায় বসে খাই না।


ওপর তলার মানুষ নাকি

বাইরে যাইনা কাজে,

গরিব মানুষ বাইরে গেলে

বলে ওদের বাজে।।



Thursday, April 8, 2021

 তোমার আশায়

-শুভ জিত দত্ত


কোন‌ এক শরৎ এলে

তুমি এসো হঠাৎ করে

অবাক হয়ে থাকবো 

অচেনা তোমায় দেখে


তাই আজ স্বপ্ন বোনা

মনের আকাশ জুড়ে

খেয়াল খুশির রঙে

আসবে কবে তুমি


গল্প গুলো জমিয়েছি

তোমায় বলব সেদিন

হঠাৎ করে মনের কোনে

আসবে তুমি যেদিন


দুচোখে মেলে বিভোর 

হয়ে চেয়ে আমি রইব

মনের যত কথা গুলো

তখন আমি কইব।।

Thursday, April 1, 2021

 নদীর পাড়

শুভ জিত দত্ত


নদী মানে বয়ে চলা

সীমাহীন ভাবে

যেখানে মিশে আছে কত 

সুখ দুঃখের গল্প


সময়ে অসময়ে হয়েছে 

উত্তাল ভেঙেছে পাড়

চোখের জলে ভেসে গেছে

অসহায় মানুষের সম্বল


চোখের নিমিষেই বিলীন 

হয়েছে গরীবের ঘর

অসহায়ের মতো চেয়ে 

থাকা ওই নদী বক্ষে


শেষ হয়না তার পথ চলা

তবু বয়ে চলে 

এই নদীতে সৃষ্টি হয়েছে

কত গান কবিতা।।



Wednesday, March 31, 2021

 ওরা কৃষক

শুভ জিত দত্ত


ওরা দেশের ‌সেরা মানুষ

সোনার ফসল ফলায়,

রোদে পুড়ে জলে ভিজে

ওদের জোটে কলাই।


আমার থাকি দালান‌ ঘরে

ওরা থাকে মাঠে,

কাজের ফাঁকে খানিক একটু

সুযোগ পায়না পাঠে।


ঘামের জলে ভিজে থাকে

জমি চাষের কাজে,

তাদের কখনো যায় না দেখা

বাহারি কোনো সাজে।


তবু মুখে হাসি আছে  

মাঠের ফসল দেখে,

তবু ওরা ভালো আছে 

ময়লা মাটি মেখে ।।

 

Friday, March 26, 2021

 বাবুর মিষ্টান্ন

শুভ জিত দত্ত

হাবুর বাড়ির রাস্তা ধারে

বাবুর দোকান আছে,

সাইন বোর্ডটি রাখা আছে

পাশের একটা গাছে।


হরেক রকম মন্ডা মিঠাই

আছে নাকি ভালো,

বাহারি কতো মিষ্টি আছে

সাদা হলুদ কালো।


দেখতে খাসা মিষ্টি গুলো

খানিক একটু তিতো,

বললে পারে দাদুর কাছে

অনেক খানি দিতো।


শুনতে পেলাম দিচ্ছে নাকি

লাবড়ি সাথে মধু,

শহর থেকে এসছে নাকি 

রন্ধন করছে কধু ।।



Wednesday, March 24, 2021

 "পরাজিত শক্তি"

শুভ জিত দত্ত


আমার দেশের স্বাধীন মানুষ

করতে পারে যুদ্ধ,

দেশের শত্রু জীবিত দেখে

তারা আজকে খুদ্ধ ।


আবার নামবে যুদ্ধে ওরা

যদি সুযোগ মেলে,

দেশের স্বার্থে জীবন দিতে 

পারে হেসে খেলে।


মুক্তি যুদ্ধের হারলো যারা

আবার হুংকার তোলে,

দেশের শত্রু দিনে দিনে

মুখোশ তারা খোলে।


অসহায় মানুষ হচ্ছে আজকে

ভিটে মাটি ছাড়া,

ওদের আবার নতুন করে

শক্তি দিলো কারা।



Tuesday, March 23, 2021

 "কাজের ছেলে"

শুভ জিত দত্ত


আমার পাড়ার সোনার ছেলে

নামের বাহার কাজে,

চেনা যাবে দেখলে তাকে

বাহারি নানান সাজে।


ময়লা মাটি পড়লে চোখে

খালি ঘষে মাজে,

সবার সাথে মেলা মেশা

স্বভাব কিছু বাজে।



এতো মিষ্টি ছেলে তবু

ভালো বলে নাজে,

নিজের আড়াল করে খালি

অনেক বেশি লাজে।


বাবার দেখে লুঙ্গি পরে

কুচি দিয়ে ভাঁজে,

এতো কিছুর পরেও নাকি

বলে তাকে বাজে।।




Sunday, March 21, 2021

 "জাতির পিতা"

শুভ জিত দত্ত


ঘুমিয়ে ছিলো সেদিন রাতে

বাংলার সোনা ছেলে

গভীর রাতে আসল ওরা

ঘুমিয়ে যখন গেলে

বন্দুক হাতে ছিলো ওদের

করলো তারা গুলি

হঠাৎ করে নিঃশব্দে এসে

কাড়লো মুখের বুলি

ছেড়ে গেলো জাতির পিতা

রেখে গেলো ছবি

তাকে নিয়ে হাজারো গল্প

লিখছেন কতো কবি

তাহার মেয়ের হাতে এখন

আমার দেশের শাসন

জাতির পিতা রেখে গেলেন

দেশের সেরা ভাষন।। 

 


"খোকার বাদড়ামি"

শুভ জিত দত্ত


নদীর পাড়ে গাছের ডগায়

খোকার দেখা মেলে,

গুলতি দিয়ে মারে খোকা

রাস্তা দিয়ে গেলে।


লিচুর বাগান সাবার করে

দেখতে দেখতে মাঠের,

হাতুড়ি নিয়ে দাদুর ঘরে

ভাঙে পায়া খাটের।


আদর পেয়ে হচ্ছে বাঁদর

খরচ যাচ্ছে বেড়ে,

বললে কিছু মুখের পরে

এমনি যাচ্ছে তেড়ে।


মায়ের বকুনি খেতে খোকার

বড্ড ভালো লাগে,

চোখের আড়াল হলেই পরে

তেমনি খোকা ভাগে।।






Tuesday, March 16, 2021

 মুগ্ধ রূপের মায়ায়

-শুভ জিত দত্ত


বাংলার আছে রুপের ছটা

দেখতে হলে আসতে হবে

গ্রামের মাঝে দিগন্তের পথে

যেথায় বাঁধা মায়ার জালে



সবুজ শ্যামলী চোখ জুড়ানো

বাহারি কত ফসলের সমারহে 

মন জুড়ানো আকাশ যে তার

হৃদয় ছুঁয়ে থাকে


হঠাৎ কখন পাখির দল গুলো

আলপনা আঁকে আকাশ মাঝে

ঋতুর মাঝে প্রকৃতি সাজে

কত না রঙিন রুপে


বাংলার রূপে হারিয়ে যাওয়া

মুগ্ধতার মাঝে অবাক সাজে

সময়ে অসময়ে কাছে টানে 

অপরূপ রূপে বার বার।।






Friday, March 12, 2021

 স্বপ্নের সাথী 

-শুভ জিত দত্ত


হঠাৎ করে লাগলো হওয়া

আমি আজ দিলাম পাড়ি

দূর আকাশের ডানা মেলে

নীল সাদা ওই মেঘের দলে


দিলাম খুশি উজাড় করে

আজ না হয় কাজের কথা

দিলাম একটু ছুটি দিয়ে

তোমার সাথে বলব কথা



হারাবো আজ মেঘের সাথে

তুমি আর আমি মিলে

কথাই কথাই বলব গল্প

মানের যত সুখের স্মৃতি


সময় পেলে এসো তুমি

সেদিন না হয় দুজন মিলে

পরীর কাছে পাখা নিয়ে

হারাবো আজ খুশির ছলে।।

Saturday, March 6, 2021

 খোকার ডাকে

-শুভ জিত দত্ত


খোকা আমার ডাকলো এবার

যায় কি থাকা ঘরে,

ফেলে রেখে এগিয়ে যাওয়া

আমার দেশের তরে।


জীবন বাজি রেখে এবার

নমবো যুদ্ধ জয়ে,

ওদের হাতে অস্ত্র দেখে

থাকবো নাকো ভয়ে।


যুদ্ধ জয়ের পরে তবে

ফিরবো আমি ঘরে,

আমার এবার দামাল ছেলে

থাকবো না আর সরে।।



Wednesday, February 24, 2021

 "খুশির ঈদ"

শুভ জিত দত্ত


প্রতীক্ষার পালা শেষে‌

আসে খুশির ঈদ

ঈদ তাই মহাখুশির

আনন্দে মেতে ওঠা


ধনী গরিব নাইরে ভাই

এক কাঁতারে দাঁড়ায়

নামাজ শেষে কোলাকুলি

বিভেদ ভুলে আজই


এদিক ওদিক ঘোরাঘুরি

খুশির সীমা নেই

হরেক রকম আয়োজনে

আনন্দে আত্মহারা


ঈদ মানেই মহা খুশির

মহা মিলন মেলা

উৎসবের এই আয়োজনে

আমরা সবাই সামিল।। 

 

হঠাৎ হারিয়ে যাওয়া

শুভ জিত দত্ত


এতোটা কাছ থেকেও হারালে

মনের গভীরে সেইতো ছিলাম

খুব কাছেই রেখেছিলে 

যত টা কাছে থাকলে কাউকে

হারানো হয় তো অসম্ভব


হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি

মাঝেও পরম তৃপ্তি ছিলো

তাই হয় তো বার বার ছুটে

আসতে হতো সেই সুদূর থেকে

তোমার টানের অনুভবে


তবু কেন এতো অভিমান গুলো

রেখেছিলে জমিয়ে বলোনি তো

কখন তোমার কষ্টের কথা গুলো

চেষ্টা করতাম কিছুটা হালকা 

করতে তোমায় সুযোগ পেলামনা।।


Friday, February 19, 2021

 "খুঁজে ফেরা"

শুভ জিত দত্ত


অচেনা আর অগোচরে 

থেকে গেলে আড়ালে

খুঁজে ফিরি মনে মনে

গহীন অন্তড়ালে


কবে তুমি দেখা দেবে

কতটা সময় বাকি

কিভাবে আসবে কাছে

বলবে কিছু তাকি


নাকি হতাশায় ভুগবো  

না পাওয়ার ক্ষোভে

শুধু তুমি ছাড়া পড়িনি 

কোন মিথ্যা লোভে


বলবে তুমি সত্যি করে

আসতে দেরি কতো  

অপেক্ষা গুলো দিনে দিনে

যাচ্ছে বেড়ে ততো।।




Sunday, February 14, 2021

 "মুক্তির সুবাস"

-শুভ জিত দত্ত



মুক্ত মনে উড়াল দিলো

রঙিন পাখা মেলে,

আকাশ জুড়ে স্বপ্ন নিয়ে

বেড়ায় তারা খেলে।


ওদের আছে রাঙিন পাখা

ইচ্ছে হলেই উড়ে ,

স্বাধীন দেশে মুক্ত প্রাণে

ডানা মেলে চড়ে ।


এবার হবে স্বপ্ন বোনা

আপন খেয়াল মাঝে,

উড়িয়ে দিয়ে ইচ্ছে গুলো

সবার খুশির সাঝে।


স্বাধীন মোদের জন্ম ভূমি

উল্লাসে ফেটে পড়া,

খুশির খবর বুকে নিয়ে

ইচ্ছে ভেলায় চড়া।।


Friday, February 5, 2021

 অগোছালো আমি

শুভ জিত দত্ত


আমি বোধহয় বড্ড আপনভোলা

হঠাৎ হঠাৎ নিজেকে হারিয়ে ফেলি

বেখেয়াল হয়ে থাকি সকাল সন্ধ্যা


আর অগোচরে সময়ে অসময়ে 

আমার ভাবনার মধ্য মনি তুমি

তাই এই উদাসীনতা ভর করেছে


সেদিনোও নিজের প্রতি নিজেই বড্ড

খুব যত্নবান ছিলাম গুছিয়ে রাখতাম 

নিজেকে অন্যদের থেকে কিছু বেশি


সেদিন না তুমি না আসলে এতটা

হয়তো আপন ভোলা হোতাম না

থাকতাম বড্ড গোছালো হয়ে।।




 মিনির বিয়ে

শুভ জিত দত্ত


লিমার ছিলো ছোট্ট মিনি

বিয়ে দেবে আজই,

লগ্ন আছে দিনের শেষে

জামাই আসবে কালই।


দেখতে শুনতে খুবই ভালো

অনেক কাজের মেয়ে,

ছেলে হলো ইঁদুর ধরে

চলে শিকার খেয়ে।


লিমার বিড়াল চালাক চতুর

আছে একটু রাগী ,

সেদিন মাছের পেটি খেয়ে

এখন আবার দাগী ।


ওদের সংসার চলছে ভালোই

মধ্যে মাঝে অমিল, 

মিনির জামাই আছে ভালো

করে শুধু গরমিল।




Friday, January 22, 2021

কবিতা

 কল্পনার জগতে

শুভ জিত দত্ত



হঠাৎ আনমনে অজানা স্বপ্নে

কখনো কি খুঁজেছো 

অবাক হয়ে নীল আকাশের

মেঘ গুলো চেয়ে দেখেছো


সবুজ ঘাসের অচেনা পথে

কখনো কি হেঁটেছো

কল্পনাতে কি কখনো রং

নিয়ে খেলা করেছো


ভালো লাগা গুলো একটু

পাখির সাথে বলেছো

সময়ে অসময়ে কখনো কি

নিজেকে হারিয়ে ফেলেছো


হারিয়ে যাওয়া সময় আমায়

একটুও সাথে নিয়েছো

নাকি অবহেলার ছলে আমাকে

বার বার হারিয়ে ফেলেছো।।

Thursday, January 21, 2021

ছোট গল্প

কেবলা ভূতের গল্প

শুভ জিত দত্ত

বেশ কয়েক বছর গ্রামের বাড়ি যাওয়া হয় না। তেমন দীর্ঘ ছুটি হয় না তাই যাওয়া হয় না ।বাবা কে কত বলি কিন্তু বাবার মুখে সেই একই কথা ছুটি হলে নিয়ে যাবো। সৌভাগ্য ক্রমে শীতের শুরুতে ছুটি টা জুটে গেল।একটু সোনায় সোহাগা ও বলা যায়।ঠিক কাক ডাকা ভোরে রওনা হলাম ট্রেনে চেপে। সকালের ফুটফুটে আলো ফুটতেই পৌঁছে গেলাম মদন পুর গ্রামে। সেখানে ঠিক জমিদার বাড়ির পাশেই আমার দাদুর বাড়ি। অনেক দিন পর সবার সাথে দেখা হলো।সবাই কে দেখে যে ভালো লাগা তা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয়।অনেক দিন পর গ্রাম টা বড্ড অচেনা লাগছিল এদিক সেদিক ঘুরে ঘুরে নতুন করে পরিচিত হচ্ছিলাম গ্রামের সাথে।এই গ্রামে আসা হয় না বলে কোন বন্ধু ও ছিলো না। বিকেলে প্রতিদিন গিয়ে বসতাম জমিদার বাড়ির পুকুর পাড়ে।কত স্মৃতি জড়ানো এই জমিদার বাড়ি । সেদিন বিকেলে গ্রামের মাঠে খেলা দেখে ফিরতে একটু সন্ধ্যা হলো। বাড়ির একটু কাছেই ঝোপের আড়ালে ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। বাড়ির কাছে তাই একটু সাহস করে এগিয়ে গেলাম।তার কাছে কাছে যেতেই সে আমাকে বলল আমার কাছে এসো না কিন্তু আমি কিন্তু ভূত অমনি আমি বললাম ও বাবা তাই নাকি দেখে তো মনে হয় না দেখে মনে না হলেও আমি ভূত।

আমি মজার ছলে বলেই ফেললাম তুমি কি আমার বন্ধু হবে ।তা কি করে হয় কোন মানুষ তো ভয়ে আমার কাছে আসে না তুমি আমার বন্ধু হবে?হ্যাঁ হব জানো আমি জাদুকরে অনেক কিছু আনতে পারি অনেক দূরে যেতে পারি তোমাকেও নিয়ে যেতে পারি অনেক কিছু খাওয়াতেও পারি। তাহলে তো ভালোই হলো এই গ্রামে আমার একটা বন্ধু হলো ও বাবা ,তাই নাকি। আমার নাম সৌমেন তোমার নাম কি বলবে আমি তো ভূত আমার আবার কোন নাম আছে নাকি। আচ্ছা আমি তোমাকে নাম দিলাম মিশু । ধন্যবাদ আচ্ছা তুমি এতো কিছু জানো কিভাবে? সে তো অনেক পড়তে হয়। তাহলে আমাকে কিছু শিখিয়ে দিও। আচ্ছা তাহলে আমার জন্য এখন কিছু লাড্ডু নিয়ে চলে আসো জাদু দিয়ে দেখি কেমন পারো।এই নাও তোমার লাড্ডু তাহলে আমাকে শেখাও ।আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমাকে এক দুই করে গোনা শেখাই। ধন্যবাদ বন্ধু তুমি অনেক দিন থেকো আমাদের গ্রামে।শীতের ছুটি শেষ হলে আমাকে যে চলে যেতেই হবে আর তো বেশিদিন থাকা চলবে না। তুমি বরং আমার সাথে শহরে যেও। তা কি করে হয় বলো আমার এখান থেকে 

 যে অন্য কোথাও যেতে হলে অনুমতি নিতে হয় । ভূতের রাজা কাছে থেকে এই অনুমতি নিতে হয়। তোমাদের ভূতের রাজার কাছে আমি যাবো অনুমতি টা নিয়ে আসবো।তোমাকে সাথে নিয়েই শহরে যাবো। চলো তাহলে তোমার রাজার কাছে আমি দেখি কি বলেন তিনি।কে হে তুই রাজামশাই রাজামশাই সে মানুষ আমার বন্ধু সে কিছু একটা বলবে, একটা আবদার ছিল বলার কি বলবি বল ওকে আমি আমার শহরে নিয়ে যেতে চায় ।রাজামশাই ওকে আমার সাথে যেতে দিতেই হবে না হলে আমি হয় ভূত হব না হলে এখান থেকে যাব না ।ওরে বাবা এত ভীষণ জ্বালা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার যদি কিছু হয় সব দোষ কিন্তু তোমার।। আচ্ছা ঠিক আছে আমি ওকে খুব দেখে রাখব আর কোন কিছুই হবে না পরে যদি কিছু হয় আমাকে কিন্তু বলিস না। চলরে মিশু অনুমতি পেয়ে গেছি এবার কালই রওনা হবো আমাদের শহরে।।


Saturday, January 16, 2021

ছড়া কবিতা


 


"শখের হাঁড়ি"

শুভ জিত দত্ত

পথের পাশে পুকুর পাড়ে

বকুল মিয়ার বাড়ি,

লোকে বলে তাহার নাকি

আছে সোনার হাড়ি।


প্রবেশ পথে কুকুর থাকে

দেখলে ডাকা ডাকি,

বকুল মিয়ার দেবে ফাঁকি

এতো সহজ নাকি।


হিয়া লম্বা পাঁচিল আছে

আবার থাকে কামান,

লাঠি হাতে তৈরি থাকে

চুরি আবার থামান।


মিয়া ভাইয়ের রাতের ঘুমটা

কেড়ে নিলো হাড়ি,

কতো স্বপ্ন ছিলো সেতো

শখের ছিলো ভারি।।






Friday, January 15, 2021

 এভাবেই এসো ফিরে

-শুভ জিত দত্ত


সেদিন তুমি আসবে বলে

আমি আবার রাত জেগে

ভেবেছি কি বলবো দেখা

হলে শুধু তোমার সাথে


জানো এতো বিরতি তবুও

একটু কমে নি তোমার প্রতি 

যে মায়া টুকু সযত্নে জমিয়ে

ছিলাম মনের অগোচরে


আজ তাই দিশে হারা হয়ে 

তোমার আশার খবর

বিলিয়ে বেরায় পাক পাখালি

আর নীল আকাশের মাঝে

 

আর ভুল করবো না 

ছাড়বো না কোন মতে

তোমাকে আর আমার 

থেকে ছেড়ে যেতে দেবো না।।




Wednesday, January 6, 2021

 


"কথার জালে"

শুভ জিত দত্ত



কথার মাঝে জড়িয়ে ফেলো

দুঃখ গুলো ভুলিয়ে রাখো

রাজ্যের যতো কষ্ট গুলো

ভুলে থাকি যখন তুমি যখন

আপন মনে কথা বলো


হঠাৎ করেই মাঝে মাঝে

কোথায় তুমি হারিয়ে যাও

তখন জানো কষ্ট গুলো

খুব দ্রুত জড়িয়ে ফেলে

কখনো যে বুঝবে তুমি


মাঝে মাঝে ভাবি বলব

আমার জমানো কিছু কথা

কিন্তু মজে যেতাম তোমার

কথাতে ভুলেই গেছি সবই

আমার কথা হারিয়ে যেত


একদিন যদি সামনাসামনি

তুমি এসে হঠাৎ দাঁড়াও

দেখ কেমনে থামিয়ে দেবো

শুরু করবো আমি আর নীরব

দর্শক হয়ে চেয়ে থাকবে তুমি।।

Tuesday, January 5, 2021

ছড়া কবিতা

 "খোকার নাচনী"

শুভ জিত দত্ত


সকাল সন্ধ্যা খোকা একটু

খেলার ছলে নাচে

গানের সাথে হেলে দুলে

বাহারি কতো ধাচে

বাংলা গানে হিন্দি গানে

আরো কতো তালে

পড়তে বসে নাচলে খোকা

চপাট খাবে গালে 

দেখতে খোকা নাদুস নুদুস

কপাল খানি ঠাসা  

মুখটা তাহার চাঁদের মতো

বদন খানি খাসা

কথা বলে হেসে খেলে

খানিক একটু নাচে

হঠাৎ সেদিন নাচতে গিয়ে

পাটা কাটলো কাচে

Sunday, January 3, 2021

 "ফিরে এসো তুমি"

শুভ জিত দত্ত



এইতো সেদিন খুব বেশি দিন নয়

কত কথার মাঝে বেঁধে রাখতে

তবে কেন এমন হঠাৎ পরিবর্তন

কি এমন কষ্ট চেপে রেখেছিলে


কেমন চলছে তোমার দিনগুলো

তুমি তো আমাকে তোমার মতো

করে পেতে চেয়েছিলে তবু কেন

যেতে হলো আমাকে একা করে


জানো তোমার পছন্দের পাখিটি

তোমার জন্য হঠাৎ কেঁদে ওঠে

শুনলে অবাক হবে তোমার নাম

করে আর শুধু খোঁজাখুঁজি করে


সেই ছবিটি তুমি প্রথম দিয়েছিলে

আজো প্রতিদিন মালা গেঁথে রাখি

সন্ধ্যা হলে চেয়ে থাকি ছবির দিকে

তুমি তো আছো পুরো বাড়িটা জুড়ে


সেদিন হাত ধরে ঢুকে ছিলে প্রথম

এই সোনার সংসারে আজ অথচ

আমাকে ফেলে তুমি উড়াল দিলে

সাথে নিতে সেই না ফেরার দেশে।।