ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, May 13, 2021

 আমার কাব্যের তুমি

শুভ জিত দত্ত


আমার যতো কাব্য গুলো

তোমার নিয়ে লিখি

মনের কথা পড়তে গেলে

কতো কিছু শিখি 


তুমি হয়তো ছন্দের থেকে

একটু বেশি কিছু

সময় পেলে কেনো জানি

লাগি তোমার পিছু


আমার লেখার মাঝে শুধু

তোমার কথাই আসে

মনের সাথে সুখের স্মৃতি

চোখের সামনে ভাসে


হয়তো শুধু একটু বেশি

তোমার কথাই ভাবি

কবে তুমি আমার জন্য

খুলবে মনের চাবি।।

No comments:

Post a Comment