অজান্তে ভালো লাগা
-শুভ জিত দত্ত
আমার কল্পনাতে তুমি
অজান্তেই থেকো মনের কোণে
তাহলে হয়তো মান অভিমান
আসবেনা একটি বারো
বড়ো যত্ন করে আগলে
রাখবো বছরে পর বছর
আর দূর থেকে দেখবো
তোমায় সূ্যোগ পেলে
কাছেই এলেই শুনেছি
নাকি যত অভিমান দানা বাঁধে
তাই আমার মতো করে
তোমাকে সুন্দর তম
স্থানে ঠাঁই দেবো
তোমাকে জানতে দেবো না
যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়
এভাবে থাক না ভালো
আমার তোমার সম্পর্ক।।
ReplyDeleteAll Bangla Movie