সম্পর্কের গভীরতা
-শুভ জিত দত্ত
তোতোটাই দূরে সরিয়ে রাখো
যতোটা দূরে থাকলে
আরো প্রবল হয়ে ওঠে
হয়তো সম্পর্কের গভীরতা
তোমাকে দেখার ইচ্ছা টা
আকুল হলেও খুব সল্পতে
দেখাটা সেরে নেবো যাতে
সম্পর্কের ভাঙন না ধরে
খুব বেশি ঝগড়া আমি
করবো না তোমার সাথে
যাতে কোনো মতে
সম্পর্কের বিচ্ছেদ না ঘটে
আমাকে নিয়ে ভাবনা গুলো
সাজিয়ে নিও তুমি
কোন মতে কেউনা প্রবেশ করে
আমার তোমার সম্পর্কের মাঝে ।।
No comments:
Post a Comment