অচেনা গন্তব্যে
শুভ জিত দত্ত
গহীনে লুকিয়ে মনের খেয়ালে
বার বার উঁকি দিয়ে খোঁজা
হয় তো বা এটিই তোমার
গন্তব্যের পথ
কখন যে তোমার চরণ
স্পর্শ করে এই পথ পাড়ি
দেবে তার অপেক্ষায় হয়তো
চেয়ে থাকা
সময় অসময়ে ছুটে যেতে ইচ্ছে
হয় হঠাৎ মনের টানে কিন্তু
দেখা মেলে না কি জানি
সময়টা অজানা
এবার ঠিক দিন টাই পার
করবো সেই পথের ধারে
যা আছে কপালে বিশ্বাস আছে
দেখা তোমার পাবো।।
No comments:
Post a Comment