Shubhajit Datta - শুভ জিত দত্ত: কবিতা
Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Monday, March 18, 2024

কবিতা সাহসের হাতিয়ার

 সাহসের হাতিয়ার

-শুভ জিত দত্ত 


দিন শেষে কত টুকু খোঁজ নিতে পেরেছি,

সারাদিনের ব্যস্ততার ভেঙে ফেলে।

থাকুক শত কাজের বোঝা মাথার উপর,

শুধু বিস্মৃতি আসার সুযোগ না পাক।


আমার হাজারো সৃজনশীলতা আজ,

তোমাকে ঘিরে তৈরি হয়।

একদিন এক বিশাল গ্যালারি তৈরি করে ,

তোমাকে উপহার হিসেবে দেব।


তোমার সামান্য চাওয়া টুকু আমার কাছে, 

সেদিন নেহাত তুচ্ছ মনে হবে।

তার থেকে বড় কিছু তৈরি করে রেখেছি ,

একদিন সময় করে বুঝিয়ে দেবো।


আজকের আমি সেদিন হারিয়ে যেতাম,

হতাশা সেদিন পালিয়ে গিয়েছিল।

একটা মানুষ আমাকে ঘিরে সাহস এর,

জাল বিস্তার করে ঘিরে রেখেছিল।


আজ তাই আমি ডুবে যায় নি তার কারণ 

সেদিন নৌকার হাল ধরেছিলে‌ তুমি।

হাজারো ঝড়, স্রোত, জোয়ার ভাটার পরেও 

নৌকা একটি বারও দিকভ্রান্ত হয়নি।






Wednesday, February 7, 2024

কবিতা গ্রাম্য সংস্কৃতি

 গ্রাম্য সংস্কৃতি 

-শুভ জিত দত্ত


একটা সময় গ্রামে বসতো

যাত্রাপালার আসর

মাঝে মধ্যে বসতো আবার

জারি গানের বাসর


দেখতে দেখতে সে সব যে আজ

হারিয়ে গেল শেষে

মুছে যাচ্ছে তাদের কথা

জলের স্রোতে ভেসে 


শিল্পী যারা কাজের খোঁজে

ভিক্ষার থালা ধরে

বাকি টুকু যাই বা ছিলো 

বেঁচে কেজি দরে


ধুঁকতে ধুঁকতে কোনো রকমে

আশ্রয় যখন ঢাকা

সোজা পথে চলছে না যে

চলার পথটা বাঁকা।। 




Sunday, January 28, 2024

কবিতা মানুষের পরিচয়

 মানুষের পরিচয়

-শুভ জিত দত্ত 


একদিন পৃথিবীতে জাত থাকবে না

মানুষ হবে শুধু মানুষের

গায়ের রঙের আলাদা করে

রাখবে না কেউ কাউকে


বর্ণ দিয়ে বিভেদ সৃষ্টি এই সমাজে

কুসংস্কার হয়ে থাকবে

মানুষের পরিচয় তখন থেকে

বিশ্ব ভুবনে নতুন করে জানবে


ধনী গরিবের বলতে তখন

শব্দ গুলোই থাকবে

একই সূত্রে গাঁথা হবে

সব মানুষের পরিচয়


একই রক্তের মানুষ যখন

কিসের এতো মতের ভেদ

এখন থেকে মানুষ হবে

জাতি , বর্ণের উর্দ্ধে।।





Sunday, January 21, 2024

কবিতা হঠাৎ ফিরে আসা

হঠাৎ ফিরে আসা

-শুভ জিত দত্ত


তুমি যখন শেষ বার ফিরে এসেছিলে

সব অধ্যায় এর পরিসমাপ্তি ঘটেছে

সম্পর্কের বেড়াজাল গুটিয়ে এসেছে

হারিয়ে গেছে আগ্রহের বাতাবরণ


এখন শুধু তোমার কষ্টের মুহূর্তের মাঝে

আমার কাছে সান্তনা খুঁজতে থাকা তুমি

অথৈ জলে নিজেকে হারিয়ে ফেললে

তখন অনেক টা সময় গড়িয়ে গেছে


এখন সান্তনার বুলি আওড়ানো ছাড়া

আমার কাছে তোমাকে দেওয়ার

আছে কি ,এখন একটা মানুষ আমাকে 

আশ্রয় করে দিব্যি আছে ভালো।


এখন কোনো উটকো ঝামেলায় নিজেকে

জড়িয়ে ফেলতে পারি না কেন যেন

একটা সময় ছিল যখন তোমার সমস্যা

নিজেকে বেশি অস্থির লাগতো।


এখন তোমার কষ্টগুলো কোনো মতে

আমাকে ছুঁয়ে যায় না এক বিন্দুও

সুযোগ হলে তবেই তোমার বিপদে

আমাকে তখন তুমি পাশে পাবে।।






Thursday, January 11, 2024

কবিতা অন্ধ অনুকরণ

 অন্ধ অনুকরণ

-শুভ জিত দত্ত 

ঘটনা ঘটেছে আসলে সত্যি কোনটা

যাচাই কিন্ত করি না

সবাই যখন বলছে হয়তো সত্যি এটা

কারণ আমরা খুঁজি না

বিনা দোষে মার যে খেলো সে দোষী

যাচাই আমরা করি না

আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে

বিচার আমরা করি না 

এত বছর মামলা চলে শাস্তি কি পাবে

তার আশায় থাকি না

সবাই মারছে দোষী বলে, কিল ঘুষি

আমিও একটা মারি না

অমুক করছে তমুক করছে তবে

আমি দেখি হয় কিনা না 

দেখাদেখি এসব করে একটা শব্দ

নিজের কিছু থাকে না

অনুকরণ এর রাজ্যে এসেছি তবে

হাসির পাত্র কি হবো না

মিথ্যা অনুসরণ বাদ দিয়ে এবারে

নিজের মতো করি না ।।







Tuesday, January 2, 2024

নতুন বছরের কবিতা পরিবর্তন এর হাওয়া

একটা বছরের বিদায় নিয়ে আবার নতুন একটি বছরের পদার্পণ করা তার মাঝে কত পরিবর্তন আর সেই পরিবর্তনের ছোঁয়ায় নিজেকে বদলে ফেরার সাময়িক প্রচেষ্টা তো থাকেই আমাদের মাঝে তাই নিয়ে আমার একটি ছোট্ট লেখা


পরিবর্তনের হাওয়া

-শুভ জিত দত্ত


পুরানো বছর কখন যে বিদায় নিল

হারিয়ে গেল চোখের নিমেষেই

নতুন বছর এলো ঠিকই কিন্তু পুরানো

দুঃখ কষ্ট আগের মতোই রয়েছে 

শুধু হারিয়ে গেছে সময় টা 

হয়তো চাইলেও ফিরে পাওয়া অসম্ভব 

থেকে যায় শুধু স্মৃতি গুলোই

তাই নতুন বছর এলেই যেন নিজেকে 

নতুন করে নতুন রূপে বদলে ফেলার

ক্ষুদ্র প্রচেষ্টা সবার মাঝেই

যা আবহমান কাল ধরে রয়ে গেছে

আমাদের শিরায় শিরায় এমনকি

ধমনীর মধ্যেও বয়ে যাচ্ছে

তবুও নতুন বছর এলেই 

একটা পরিবর্তন এর হাওয়া বয়ে যায়

শুধু পরিবর্তন হয়না আমরা

আমাদের মনের কলুসতা থেকে যায়

রয়ে যায় বিদ্বেষ মোছে না কখনো

নতুন বছরে হোক মনের পরিবর্তন।।





Saturday, December 23, 2023

কবিতা আস্থার হাত

 আস্থার হাত 

-শুভ জিত দত্ত


যখন তুমি কেবল আকাশ ছুঁয়ে দেখবে

স্বপ্ন গুলো সবে পরিণত হচ্ছে

গল্প গুলো যখন চরম পর্যায়ে পৌঁছালো

কয়েক লাইন বেশ এগোচ্ছে


যাত্রা পথ সবে মসৃণ হতে শুরু করেছে

বাঁধা কেবল দূরে সরে যাচ্ছে

যখন সম্ভাবনার দুয়ার উন্মোচনের পথে

দুঃখের সময় সবে শেষ হচ্ছে


সুখের ছোঁয়া যখন কেবল তুমি পেলে

কষ্টের দিন কেবল বিদায় নিচ্ছে

নিজেকে কেবল মেলতে শুরু করলে

পথ চলা এই যখন শুরু হচ্ছে


হঠাৎ দুঃসংবাদ তোমাকে ঘিরে ধরল

প্রিয় মানুষ না ফেরার দেশে যাচ্ছে

মাথার উপর থেকে পরিচিত হাত টা

অবশেষে চিরতরে বিদায় নিচ্ছে।।




Wednesday, December 13, 2023

বিজয় দিবসের কবিতা তারুণ্যের বিজয়

 আমি আমার কবিতার মাধ্যমে তারুণ্যের বিজয় প্রস্তুতির মাধ্যমে স্বাধীনতা ও উৎসাহের বাণী চিরকাল বজায় রেখেছেন। কবিতায় মোক্ষপথে মানবতা এবং স্বাধীনতা সম্পর্কে সৃষ্টির মুহূর্ত বর্ণনা করা হয়েছে, এবং এটি যুদ্ধের বায়ুক্ষণে একে অপরকে সাথে থাকতে উৎসাহিত করছে।


কবিতার ভাষা সমৃদ্ধ, মেতে উঠে বিজয়ের উল্লাসের অনুভূতি বোঝাতে সাহায্য করে। শব্দের ব্যবহার ও ছবির সৌন্দর্য মিশে যাওয়ার ফলে কবিতার ভাবনা এবং ভাবার ব্যক্তিগত স্বাদ ভালোভাবে প্রকাশ পায়।

আমার  কবিতায় আমি তারুণ্যের বিজয়কে একটি উৎসাহী, উদার এবং উৎসাহী ভাবনা দিয়ে উক্ত করেছেন। আপনি কবিতার মাধ্যমে ব্যক্তিগত এবং সামাজিক বিষয়গুলির সাথে মিলিত করে দিচ্ছেন, এবং তার মাধ্যমে স্বাধীনতা, উৎসাহ, ও ইতিহাসের সুন্দর ক্ষণগুলি উজ্জ্বল হচ্ছে।



তারুণ্যের বিজয় 

-শুভ জিত দত্ত 


স্বাধীনতা কোনো বাক যুদ্ধের ফসল নয়

এক বুক রক্তে অর্জিত

এক খন্ড ভূমি আর একটি পতাকা

মিশে আছে আত্মত্যাগে 


একদল প্রতিবাদী যুবকের কন্ঠস্বর

ঘরে না ফেরার প্রত্যয়

তাদের চোখে বোনা একরাশ আগুন

ধ্বংস হবে পরাধীনতা


বার বার হায়নার দলের কালো থাবা

এসে পড়ছে মানচিত্রে

তত বার গর্জে উঠেছে রণাঙ্গনের যুদ্ধে

এই তারুণ্যের হাতিয়ার


ওদের মাঝে নেই কোনো ভয় আছে

স্বপ্ন কেবল জয়ের

সেই স্বপ্ন ওরা বুকে লালন করে

ছিনিয়ে আনে বিজয়


মেতে উঠে ওরা বিজয়ের উল্লাসে

ছড়িয়ে পড়ে উচ্ছাস

পরাধীনতার শৃঙ্খল ভেঙে আকাশে

নতুন সূর্যের উদয়।।







Thursday, December 7, 2023

কবিতা হতাশার বিদায়

 হতাশার বিদায়

-শুভ জিত দত্ত 

যখন ভালো লাগা গুলো হারিয়ে যাবে

নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে।

নিজের উপর যখন প্রচন্ড রকম ভাবে

রাগ ক্ষোভ আর অভিমান হবে।


হতাশা যখন নিজেকে গ্রাস করে নেবে

তখন সেই মানুষ কে খুঁজে নিও,

নিঃসঙ্গতার মাঝেও সে ঠিক সঙ্গ দিয়ে

সারা দিনের কষ্ট ভুলিয়ে দেবে।


এমন মানুষ পেলে দুঃখ নেবে কেড়ে,

নিদারুণ যন্ত্রনা তখন যাবে ভুলে।

দুজনের না বলা জমানো শত কথার

ভীরে সুযোগ পেলে হেসো প্রাণ খুলে।


দুঃখ আর যন্ত্রনা কে ছুটি দিতেই পারো

সময় হলো বিদায় নিক এবার তারা

অনেকে কষ্ট হয়েছে সয্য করা ,আর না

খুব ভালো আছি এখন তাকে নিয়ে।।






Saturday, December 2, 2023

কবিতা সমাধিস্থ স্বপ্ন

কবিতা 

 সমাধিস্থ স্বপ্ন

-শুভ জিত দত্ত


কলম এখন লিখতে লিখতে থেমে যায়

চোখের সামনে কল্পনা গুলো ভাসে না

নতুন কোনো স্বপ্ন হঠাৎ এসে চলে যায়

সময় ঘড়ির কাঁটার মাঝে বাঁধা পড়ে


রাত‌ জেগে লেখা শেষ করার তারণা

মনের মধ্যে এখন আর জাগে না

নিজেকে গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা

বড্ড বেশি তাড়া করে বেড়ায়


অজস্র স্বপ্ন গুলো আজ প্রতিনিয়ত

সমাধিস্থ হচ্ছে মনের নিস্তব্ধ শ্মশানে 

কান্নার রোল আর আহাজারি এখন

সীমাবদ্ধ আছে শুধু আমার মাঝেই


যেখানে না বলা কথা গুলো ক্রমেই 

হারিয়ে যেতে থাকে গহীন অরণ্যে

স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এক পাহাড় যন্ত্রনা

নিজের মাঝে আলিঙ্গন করে নেওয়া


একটা সময় এসে নিজেকে মৃত্যুর

কোলে সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি

নিতে হয় সব আশার বিসর্জন দিয়ে

এখানে একটা অধ্যায় এর সমাপ্তি।।





Thursday, November 30, 2023

প্রেমের কবিতা সম্পর্কের ফাটল

 কবিতা 

সম্পর্কের ফাটল

-শুভ জিত দত্ত


তোমার সাথে দেখা হঠাৎ চলতি পথে

কিন্তু কথা থেমে গেছে

দেখেও আজ না দেখার ভান করে চলা

এখন খুব যেন ব্যস্ততা 


আমার থেকে হুট করে কাজ যখন

খুব করে আপন হলো

ঘন্টা পর ঘন্টা কথা না বলে থাকা 

তার পর এরিয়ে চলা


একটা সময় না না অজুহাত কেবল

ডাল মেলা শুরু করে

তখন খুব চেনা মানুষ কে অবহেলা 

অভ্যাসে পরিণত হয়


ধীরে ধীরে আপন মানুষ কখন

যেন অচেনা হয়ে যায়

সেই অবহেলা থেকে ফাটল ধরে

খুব মধুর সম্পর্ক যেন।।








 

Friday, November 17, 2023

প্রেমের কবিতা

 কবিতা

প্রেমের কবিতা যা মনের ভালো তৈরি করে এ অন্য রকম অনুভুতি তৈরি করে । মনের অজান্তেই ভালো লাগা  মন্দ লাগা বহিঃপ্রকাশ ঘটে ভালো লাগা দিয়ে। ভালোবাসার কবিতা গুলো ফুটে ওটে তার সাথে চাওয়া পাওয়ার গল্প গুলো।


জন্ম জন্মের বন্ধন
কখনো দেখা হয়নি খুব কাছ থেকে তাকে
তার মুখ দেখেছি কোন এক ভিড়ের মাঝে
একটা বার তার কন্ঠ শুনেছি কোথায় যেন
সেই কন্ঠের প্রতিধ্বনি ভেসে আসে কানে

মুখ যেন তার সমুদ্র ঢেউ এর মতো উত্তাল
ঢেউ এর স্রোতে তাই নিজেকে মেলে ধরে
চোখ যেন আকাশ নীলা সাদা পেজা মেঘ
সেখানে সুযোগ পেলেই তারা ভীর জমায়

আমার কল্পনার দুয়ারে এখন শুধু সেই তার
অবাধ বিচরণ রাত দিনের তফাৎ নেই আর
ঘুম চলে গেছে নিরুদ্দেশে মনের অনুভূতি
গুলো আমার অজান্তে তোমাকে হারায়

এলোমেলো স্বপ্নের মধ্যে তুমি আবছায়া
ভাসা ভাসা চোখে এখনো দেখি তাকে
কোন জন্মের অকৃত্রিম বন্ধন ছিন্ন করে
হঠাৎ দেখাই এতো চেনা লাগে তোমাকে

আবার কবে চলতি পথে দেখা হবে তোমার
ঠিক সেদিনই বলবো আমার আজন্ম লালিত
কথা যা এতদিন লুকায়িত ছিল একজনের
জন্য যে এতো অপেক্ষা সেদিন বুঝবে তুমি।।





Saturday, November 4, 2023

প্রেমের কবিতা

 ধানের খেতে অচেনা মানুষ 

-শুভ জিত দত্ত


দেখেছি তোমাকে নতুন ধানের খেতে 

একগুচ্ছ ধানের শীষ ছিল হাতে

সারা গায়ে কাঁদা মেখে জীর্ণ চেহারায়

চেনা মুখ তবু চেনা যায় না তাতে

নেই কোনো ক্লান্তি নেই কোনো বিরতি

সবাই পাল্লা দিয়ে চাই তার সাথে

কখন সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে

বাড়ি ফেরা সেই সন্ধ্যা পেরিয়ে রাতে 

কাজের মাঝে সুযোগ বুঝে হাতটা ধুয়ে

তোমাকে খেতে দেখি পান্তা ভাতে

এত শত কাজ পুরোটা মাঠে পড়ে আছে

তবু কোনো রকম ছুটি নেই তাতে

দিন শেষে যখন‌ কাজ ফুরিয়ে আসে তোমার 

দেখার সুযোগ তখন‌ আমার হাতে।।

Monday, September 25, 2023

পুজোর কবিতা

 বিসর্জনে বিদায়

-শুভ জিত দত্ত 

মনের কোনে দোলা দিয়ে

লাগলো খুশির হাওয়া,

মায়ের আসার সময় হলো

প্যান্ডেলে ছুটে যাওয়া। 


দেখতে দেখতে কখন যে 

সময় ফুরিয়ে এলো,

পূজো এলেই সুখের ভিড়ে

দুঃখ বিদায় নিলো।


সন্ধ্যা থেকে শুরু হয়ে

রাত অবধি চলে,

খাওয়া দাওয়া ইচ্ছে মতো

চলছে শপিং মলে।


পাঁচটা দিনের শেষ লগ্নে

তোমার বিদায় বেলা

দশমীতে ঘট বিসর্জনের মাঝে

ফুরিয়ে এলো মেলা।।



Tuesday, September 12, 2023

কবিতা

মৃদু কল্পনা 

-শুভজিত দত্ত 

তোমার শত ব্যস্ততার মাঝেও

আমাকে কি মনে পড়ে,

নাকি কাজের মাঝে ডুবে থেকে

নিজেকে হারিয়ে ফেলো।


প্রতিটা মুহূর্তে তোমার ভাবনা

মেঘের মতো এসে জড়ো হয়,

পাখির মতো উড়ে বেড়ায়

তোমার ভাবনার মাঝে।


আমার রাতের ঘুম আসেও

যখন হঠাৎ কল্পনার মাঝে,

তোমার মৃদু হাতের স্পর্শ

চুলের ফাঁকে প্রবেশ করে ।


আমার দিনের কাজ কেড়েছে

ভাসে ভাসা কল্পনা গুলো,

যতটা ভাবি আড়াল করবো

ততটা তুমি পেয়ে বসো।।




Monday, August 14, 2023

বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কবিতা

 ভয়াল রাত

-শুভজিত দত্ত


সেদিন যদি সন্ধ্যার পর পর

ভোরের আলো ফুটে উঠতো,

বিভীষিকাময় রাত যদি 

ঘনিয়ে না আসতো


তাহলে হয়তো হারাতে হতো না

আমাদের জাতির জনকে,

এমন রাতের জন্যে আমাদের

দিন পরিণত হলো শোকে


কাক ডাকা ভোরে যদি কোন 

দুঃসংবাদ ভেসে না আসতো,

জাতির পিতার উন্নয়নে দেশটা

তখন খুশির জোয়ারে ভাসতো


সেদিন থেকে আমরা পিতা

হারা দেশে থাকি,

সেই রাতের কষ্টের গল্প গুলো

কোথায় জমা রাখি।


তবু এগিয়ে যেতে হবে তার দেখা

স্বপ্ন বুকে জমিয়ে,

হাল ধরেছেন তার কন্যা

কে রাখে এখন দমিয়ে।।







Friday, August 4, 2023

কবিতা

 আমার কল্পনায়

-শুভজিত দত্ত


চোখ যে বন্ধ করবো আমি

তার কি আর উপায় আছে

পাতা ফেললে কোন মতে

তুমি ভেসে ওঠো চোখে।


সারাদিন যদি তোমাকে দেখি

মন বসায় কি ভাবে আমি কাজে,

বকাবকি কি কম শুনি 

অফিসের বড় বাবুর কাছে।


এমন বিরম্বনায় পরিনি কখনো

হঠাৎ কি উটকো ঝামেলা,

আমার উপর কেন পড়লো

কল্পনা জুড়ে তোমার বিচরণ।


এমন হয় নি কখন আগে

এখন তাই তোমাতেই আসক্ত,

দিক বিদিক ছুটে বেড়ায়

আর নিজেকে হারিয়ে ফেলি ।।







Thursday, July 20, 2023

কবিতা নীল আঁচল

 

নীল আঁচল 

শুভজিত দত্ত 


সবুজ ঘাসের সাথে তোমার

অনেক দিনের বন্ধুত্ব,

নীল আকাশের সাথে তুমি 

করেছো গভীর সম্পর্ক।


প্রজাপতি তাই সুযোগ পেলেই

ভাব জমাতে চায় ,

জাদুকরী রূপের জালে তারা

নিজেকে জড়াতে চায়।


বাহানা খোঁজে তোমাকে দেখার

নীল পাখিদের দল,

সন্ধ্যা নামলে তোমার চোখে

তারার মেলা বসে।


শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে

কাছে টানার চেষ্টা ,

কাজল কালো চোখে যেন

মনকে বশে আনে।


নীল আঁচলের ভাঁজে ভাঁজে

হাজারো কাব্য লেখা

তোমাকে নিয়ে স্বপ্ন বোনা

সেই আঁচলের ভাঁজে।।




Sunday, July 9, 2023

কবিতা

 তুমি আসবে 

-শুভ জিত দত্ত


তুমি আসবে তাই হঠাৎ একদিন

নিঃসঙ্গতা চলে যাবে

রেখে যাবে একাকীত্বের স্মৃতি

ছিল এক দুঃসহ যন্ত্রণা 


একরাশ হতাশা ভর করেছিল

মৃত্যুর হাতছানি দিয়ে

তোমার আশার সংবাদ পেয়ে

তারাও চলে গেছে


রঙিন স্বপ্নেরা ভীর জমিয়েছে

তুমি আসবে তাই

কথার ফুলঝুরি জমানো আছে

শোনাবো কাছে পেলে


এলোমেলো আর অগোছালো

সঙ্গী ছিল নিত্য দিনের 

নিজেকে আমি গুছিয়ে নিয়েছি

শুধু তুমি আসবে তাই।।




Wednesday, May 24, 2023

কবিতা

  অযোগ্য আমি

-শুভ জিত দত্ত


আমার মাঝে নেই যে কোন

উচ্চাভিলাসী আশা

একাকীত্ব মাঝে খুঁজে চলি

 নিরলস আনন্দ 


সময়ের গল্প শোনার ফাঁকে

নিজেকে খুঁজে পাওয়া

আমার হবে কেউ কখনো

ভাবা যেন‌ দুঃস্বপ্ন


পদ পদবী নেই যে কিছু 

কি আছে যোগ্যতা 

রূপের বাহার নেই যে তবু

সহজ সরল সাবলীল


সব শুনে আমাকে কেউ কখনো 

আপন করতে চাইবে

তবুও ভুল বশত আমার জন্য 

জায়গা দিতে পারে


সেদিন থেকে তোমার হবো

শত বাঁধার মাঝেও

যত দূরে যাই না কেন মনে রেখো

তোমাকে সাথে রাখবো।।











কবিতা তবুও ভালো থেকো

 তবুও ভালো থেকো -শুভ জিত দত্ত  যাবেই যখন ছেড়েই তুমি , হঠাৎ এসে জড়ালে কেন মায়ার জালে । এই তো আমি ,নৃত্য নতুন স্বপ্ন দেখি  তোমার চোখের অন্ত...