বিবর্ণ শরৎ | শারদীয় দুর্গা পূজা নিয়ে কবিতা
বাংলার সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব হলো শারদীয় দুর্গা পূজা। এ সময় শরতের আকাশ ভরে ওঠে শিউলির সুগন্ধে, ঢাকের বাজনায় মুখরিত হয় প্রতিটি পূজামণ্ডপ। সেই আনন্দঘন উৎসবের আবহকে কেন্দ্র করে রচিত হয়েছে কবিতা “বিবর্ণ শরৎ”।
এই কবিতায় যেমন রয়েছে দুর্গোৎসবের আনন্দ, তেমনি রয়েছে বিদায়ের বেদনা। কারণ দেবী দুর্গার আগমন মানেই উৎসব, আর বিদায় মানেই বিষণ্নতা। শরতের সাদা মেঘ আর শিউলি ফুলের সুবাসে ভরা সময়ে, কবিতাটি পাঠকের মনে ছুঁয়ে যায় গভীর আবেগ।
বিবর্ণ শরৎ
-শুভ জিত দত্ত
শরৎ এর সকাল উঠান জুড়ে ছড়িয়ে থাকা
শিউলি ফুলের একরাশ স্নিগ্ধতা
দুপুর গড়িয়ে বিকেল এলেই দিগন্ত জোড়া
কাশফুলের রাজ্যে জুড়ে ঢেউ খেলে।
নীল আকাশে সাদা মেঘের দল ভীর জমিয়ে
এক অদ্ভুত আলপনা এঁকে যাই
সন্ধ্যার আগ মুহুর্ত অবধি চলে তাদের এই
আঁকিবুঁকি খেলায় মেতে থাকা।
এবছর যেন তার ঠিক ব্যতিক্রম শরৎ আকাশে
সাদা মেঘ ম্লান হয়েছে কালো মেঘে।
সময়ে অসময়ে ঘনিয়ে আসে কালো মেঘ আর
অঝোর ধারায় বৃষ্টি হয়ে ঝড়ে যায় ।
শরৎ এর সেই চিরচেনা আমেজ ফিকে
হয়েছে মেঘ বৃষ্টির দখলে গিয়ে।
আবার নীলাভ শুভ্র আকাশের বুকে ভীর
জমাক স্নিগ্ধ সাদা মেঘের দল।।

No comments:
Post a Comment