Monday, September 29, 2025

উৎসবের মেজাজ | শারদীয় দুর্গা পূজা নিয়ে কবিতা

 

উৎসবের মেজাজ | শারদীয় দুর্গা পূজা নিয়ে কবিতা











উৎসবের মেজাজ

শুভ জিত দত্ত
শরৎ আকাশ জুড়ে সময়ে-অসময়ে
সাদা মেঘের দলের আনাগোনা।
কখনো ভীষণ ভিড় জমিয়ে কোলাহলে
মেতে উঠে কখন বা ছন্নছাড়া।
তার মাঝে দিগন্তজোড়া কাশফুলে
বাতাসের ঢেউ খেলে যায়।
শিউলি ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে
প্রকৃতির আনাচে-কানাচে।
দেখতে দেখতে উৎসব-আমেজ ছড়িয়ে
যায় শহর-গ্রামের প্রান্তরে।
চিরচেনা সুরে মন মাতোয়ারা আজ,
বেঁধে রাখে কে আমারে!
বাঁধনহারা দিকভ্রান্ত হয়ে নিজেকে
খুঁজে ফেরে নতুন করে।
আড্ডা, গান আর ঘোরাঘুরি চলছেই
সকাল থেকে রাত অবধি।

No comments:

Post a Comment