Shubhajit Datta - শুভ জিত দত্ত: উৎসাহ
Showing posts with label উৎসাহ. Show all posts
Showing posts with label উৎসাহ. Show all posts

Thursday, June 1, 2023

প্রযুক্তির ভয়াবহতা

প্রযুক্তির ভয়াবহতা

বর্তমান প্রযুক্তি আমাদের বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে ক্রমশ আমরা যেন প্রযুক্তির উপর নির্ভর হতে শুরু করেছি। আমাদের মাথা পুরো অংশ জুড়ে যেন প্রযুক্তির জাল বিস্তার শুরু করেছে ।যার কারণে আমাদের চিন্তা করার ক্ষমতা কমে আসছে যার কারণে আমরা আমাদের সৃজনশীল প্রতিভা হারিয়ে ফেলেছি। ছোট ছোট শিশু যাদের এই বয়সে মাঠে খেলা করার সময়।আজ তাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হচ্ছে এর ফলে তারা খেলার উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছে এর মাধ্যমে তাদের যে শরীর চর্চা হতো সে দিক থেকেও সরে আসছে তারা। আর এই প্রযুক্তি করার গ্রাসে নানা ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধছে আমরা হয়ে যাচ্ছি কর্ম বিমুখ। আর হতাশা শুরু এখান থেকে আমরা মানুষের সাথে মেশা ভুলে যাচ্ছি প্রযুক্তির কারণে আমরা হয়ে যাচ্ছি অসামাজিক সামাজিকতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। সমাজের যে বলয় ছিল সবার সাথে ওঠাবসা সবাইকে সম্মান আমরা সে দিক থেকে সরে যাচ্ছি প্রযুক্তি আমাদের তার নিজের করাল গ্রাসে সবদিক থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। যেখানে আমাদের তারুণ্যের উদ্দীপ্ত হয়ে দেশের হাল ধরার কথা অন্যায়ের প্রতিবাদ করার কথা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কথা সেখানে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি অসহায়ের মতো মাথা নিচু করে মোবাইলের দিকে ধাবিত হচ্ছি। আর এই সুযোগ নিচ্ছে প্রযুক্তি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অলস একটা বস্তুতে পরিণত করছে। আমার মনে হয় এখনই সময় এর থেকে বেরিয়ে আসা।

প্রযুক্তির ভয়াবহতা



কবিতা তবুও ভালো থেকো

 তবুও ভালো থেকো -শুভ জিত দত্ত  যাবেই যখন ছেড়েই তুমি , হঠাৎ এসে জড়ালে কেন মায়ার জালে । এই তো আমি ,নৃত্য নতুন স্বপ্ন দেখি  তোমার চোখের অন্ত...