স্বেচ্ছাসেবক
-শুভ জিত দত্ত
বাড়িটা ঠিক রেল লাইনের ধারেই কোন রকমে টিনে ছাওয়া। বর্ষা বৃষ্টি এলেই টপ টপ করে জল পড়েই । তবু এই ঘরেই দুজনের সংসার কোনো রকমে চলে যায় । খাওয়া সেতো জোটে আবার মাঝে মাঝে জোটেই না।ঘুম হয় না ঝড় আর বৃষ্টির রাতে, শীত কাঁপতে কাঁপতে সকাল হয়। রোগ বালাই আমাদের ঠিক আসে না জালনা দিয়ে পালাই ,যেই না রোগা দেহ তার আবার অসুখ বিসুখ। আর আমাদের ভোট বলতে কোনো রকমে নেতাদের উঁকি মারা । আশ্বাসের বুলি আওড়ে কোন রকমে পাঁচটা বছর দেখা না করা। নেতা আসে নেতা যায় এই বাড়ির বেহাল দশা ওমনি পড় রই। আমাদের কাছে মানুষ মানে তারাই, যারা বেঁচে যাওয়া খাবার আমাদের জন্য আনে।নানা সাহায্য যখন যেমন পাই তাই নিয়ে ছুটে আসে এরা আমাদের নেতা।এই নেতাদের অঢেল নেই,থাকলে হয়তো তাও দিয়ে যেত । সারা বছর খোঁজ নেই তারা, নানা নামে তারা স্বেচ্ছাসেবী।ঈদ হোক বা কিংবা বৈশাখ একটা নতুন জামা যেখানেই পাবে সেখান থেকেই আনে আবার শীতে আনে কম্বল।মন থেকে দোয়া তাদের আমরা করি ,ভালো থাক সেই সব স্বেচ্ছাসেবী মানুষ গুলো।।
No comments:
Post a Comment