ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, January 16, 2024

কল্পনার দুয়ার

 কল্পনার দুয়ার 

-শুভ জিত দত্ত 


তুমি কখনো স্বপ্ন বুনেছো ঘুমের ঘোরে

নাকি সে শুধু আমার ভাবনা

রাত জাগা পাখি হয়ে কখন তুমি কি

নির্ঘুম রাত যাপন করেছো 

না এসব আমার বৃথা কল্পনা তোমাকে

ঘিরে।


তোমার কল্পনার জাল বিস্তারে আমাকে

কি কখনো ঠাঁই দিয়েছো

না আমি বরং বৃথা চেষ্টায় লিপ্ত ছিলাম

যদি ঠাঁই পাওয়ার সুযোগ হয়।


তুমি কি আমাকে নিয়ে স্বপ্নের রাজ্যে

পারি জামাও মনের খেয়ালে

রঙিন আকাশে স্বপ্নের সাথে খেলা করো

আমাকে নিয়ে সময়ে অসময়ে।


আমার আসার পথের ধারে ফুল বিছিয়ে

এখনো কি অপেক্ষায় থাকো

রাত জেগে দোয়ারে দাঁড়িয়ে এখনো কি

আমার আসার প্রহর গোনো।


এগুলো কি শুধুই আমার কল্পনায় 

তোমাকে নিয়ে মিছে ভাবনা।

তবুও তুমি যেন আমার পুরোটা জুড়ে

তোমার অবাধ বিচরণ ভূমি।






No comments:

Post a Comment