ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, January 2, 2024

নতুন বছরের কবিতা পরিবর্তন এর হাওয়া

একটা বছরের বিদায় নিয়ে আবার নতুন একটি বছরের পদার্পণ করা তার মাঝে কত পরিবর্তন আর সেই পরিবর্তনের ছোঁয়ায় নিজেকে বদলে ফেরার সাময়িক প্রচেষ্টা তো থাকেই আমাদের মাঝে তাই নিয়ে আমার একটি ছোট্ট লেখা


পরিবর্তনের হাওয়া

-শুভ জিত দত্ত


পুরানো বছর কখন যে বিদায় নিল

হারিয়ে গেল চোখের নিমেষেই

নতুন বছর এলো ঠিকই কিন্তু পুরানো

দুঃখ কষ্ট আগের মতোই রয়েছে 

শুধু হারিয়ে গেছে সময় টা 

হয়তো চাইলেও ফিরে পাওয়া অসম্ভব 

থেকে যায় শুধু স্মৃতি গুলোই

তাই নতুন বছর এলেই যেন নিজেকে 

নতুন করে নতুন রূপে বদলে ফেলার

ক্ষুদ্র প্রচেষ্টা সবার মাঝেই

যা আবহমান কাল ধরে রয়ে গেছে

আমাদের শিরায় শিরায় এমনকি

ধমনীর মধ্যেও বয়ে যাচ্ছে

তবুও নতুন বছর এলেই 

একটা পরিবর্তন এর হাওয়া বয়ে যায়

শুধু পরিবর্তন হয়না আমরা

আমাদের মনের কলুসতা থেকে যায়

রয়ে যায় বিদ্বেষ মোছে না কখনো

নতুন বছরে হোক মনের পরিবর্তন।।





No comments:

Post a Comment