ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, December 23, 2023

কবিতা আস্থার হাত

 আস্থার হাত 

-শুভ জিত দত্ত


যখন তুমি কেবল আকাশ ছুঁয়ে দেখবে

স্বপ্ন গুলো সবে পরিণত হচ্ছে

গল্প গুলো যখন চরম পর্যায়ে পৌঁছালো

কয়েক লাইন বেশ এগোচ্ছে


যাত্রা পথ সবে মসৃণ হতে শুরু করেছে

বাঁধা কেবল দূরে সরে যাচ্ছে

যখন সম্ভাবনার দুয়ার উন্মোচনের পথে

দুঃখের সময় সবে শেষ হচ্ছে


সুখের ছোঁয়া যখন কেবল তুমি পেলে

কষ্টের দিন কেবল বিদায় নিচ্ছে

নিজেকে কেবল মেলতে শুরু করলে

পথ চলা এই যখন শুরু হচ্ছে


হঠাৎ দুঃসংবাদ তোমাকে ঘিরে ধরল

প্রিয় মানুষ না ফেরার দেশে যাচ্ছে

মাথার উপর থেকে পরিচিত হাত টা

অবশেষে চিরতরে বিদায় নিচ্ছে।।




No comments:

Post a Comment