Shubhajit Datta - শুভ জিত দত্ত: কবিতা হতাশার বিদায়

Thursday, December 7, 2023

কবিতা হতাশার বিদায়

 হতাশার বিদায়

-শুভ জিত দত্ত 

যখন ভালো লাগা গুলো হারিয়ে যাবে

নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে।

নিজের উপর যখন প্রচন্ড রকম ভাবে

রাগ ক্ষোভ আর অভিমান হবে।


হতাশা যখন নিজেকে গ্রাস করে নেবে

তখন সেই মানুষ কে খুঁজে নিও,

নিঃসঙ্গতার মাঝেও সে ঠিক সঙ্গ দিয়ে

সারা দিনের কষ্ট ভুলিয়ে দেবে।


এমন মানুষ পেলে দুঃখ নেবে কেড়ে,

নিদারুণ যন্ত্রনা তখন যাবে ভুলে।

দুজনের না বলা জমানো শত কথার

ভীরে সুযোগ পেলে হেসো প্রাণ খুলে।


দুঃখ আর যন্ত্রনা কে ছুটি দিতেই পারো

সময় হলো বিদায় নিক এবার তারা

অনেকে কষ্ট হয়েছে সয্য করা ,আর না

খুব ভালো আছি এখন তাকে নিয়ে।।






No comments:

Post a Comment

কবিতা তবুও ভালো থেকো

 তবুও ভালো থেকো -শুভ জিত দত্ত  যাবেই যখন ছেড়েই তুমি , হঠাৎ এসে জড়ালে কেন মায়ার জালে । এই তো আমি ,নৃত্য নতুন স্বপ্ন দেখি  তোমার চোখের অন্ত...