- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
কবিতা
সমাধিস্থ স্বপ্ন
-শুভ জিত দত্ত
কলম এখন লিখতে লিখতে থেমে যায়
চোখের সামনে কল্পনা গুলো ভাসে না
নতুন কোনো স্বপ্ন হঠাৎ এসে চলে যায়
সময় ঘড়ির কাঁটার মাঝে বাঁধা পড়ে
রাত জেগে লেখা শেষ করার তারণা
মনের মধ্যে এখন আর জাগে না
নিজেকে গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা
বড্ড বেশি তাড়া করে বেড়ায়
অজস্র স্বপ্ন গুলো আজ প্রতিনিয়ত
সমাধিস্থ হচ্ছে মনের নিস্তব্ধ শ্মশানে
কান্নার রোল আর আহাজারি এখন
সীমাবদ্ধ আছে শুধু আমার মাঝেই
যেখানে না বলা কথা গুলো ক্রমেই
হারিয়ে যেতে থাকে গহীন অরণ্যে
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এক পাহাড় যন্ত্রনা
নিজের মাঝে আলিঙ্গন করে নেওয়া
একটা সময় এসে নিজেকে মৃত্যুর
কোলে সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি
নিতে হয় সব আশার বিসর্জন দিয়ে
এখানে একটা অধ্যায় এর সমাপ্তি।।
Comments
Post a Comment