ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, November 30, 2023

প্রেমের কবিতা সম্পর্কের ফাটল

 কবিতা 

সম্পর্কের ফাটল

-শুভ জিত দত্ত


তোমার সাথে দেখা হঠাৎ চলতি পথে

কিন্তু কথা থেমে গেছে

দেখেও আজ না দেখার ভান করে চলা

এখন খুব যেন ব্যস্ততা 


আমার থেকে হুট করে কাজ যখন

খুব করে আপন হলো

ঘন্টা পর ঘন্টা কথা না বলে থাকা 

তার পর এরিয়ে চলা


একটা সময় না না অজুহাত কেবল

ডাল মেলা শুরু করে

তখন খুব চেনা মানুষ কে অবহেলা 

অভ্যাসে পরিণত হয়


ধীরে ধীরে আপন মানুষ কখন

যেন অচেনা হয়ে যায়

সেই অবহেলা থেকে ফাটল ধরে

খুব মধুর সম্পর্ক যেন।।








 

No comments:

Post a Comment