ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, November 4, 2023

প্রেমের কবিতা

 ধানের খেতে অচেনা মানুষ 

-শুভ জিত দত্ত


দেখেছি তোমাকে নতুন ধানের খেতে 

একগুচ্ছ ধানের শীষ ছিল হাতে

সারা গায়ে কাঁদা মেখে জীর্ণ চেহারায়

চেনা মুখ তবু চেনা যায় না তাতে

নেই কোনো ক্লান্তি নেই কোনো বিরতি

সবাই পাল্লা দিয়ে চাই তার সাথে

কখন সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে

বাড়ি ফেরা সেই সন্ধ্যা পেরিয়ে রাতে 

কাজের মাঝে সুযোগ বুঝে হাতটা ধুয়ে

তোমাকে খেতে দেখি পান্তা ভাতে

এত শত কাজ পুরোটা মাঠে পড়ে আছে

তবু কোনো রকম ছুটি নেই তাতে

দিন শেষে যখন‌ কাজ ফুরিয়ে আসে তোমার 

দেখার সুযোগ তখন‌ আমার হাতে।।

No comments:

Post a Comment