আমি আমার কবিতার মাধ্যমে তারুণ্যের বিজয় প্রস্তুতির মাধ্যমে স্বাধীনতা ও উৎসাহের বাণী চিরকাল বজায় রেখেছেন। কবিতায় মোক্ষপথে মানবতা এবং স্বাধীনতা সম্পর্কে সৃষ্টির মুহূর্ত বর্ণনা করা হয়েছে, এবং এটি যুদ্ধের বায়ুক্ষণে একে অপরকে সাথে থাকতে উৎসাহিত করছে।
কবিতার ভাষা সমৃদ্ধ, মেতে উঠে বিজয়ের উল্লাসের অনুভূতি বোঝাতে সাহায্য করে। শব্দের ব্যবহার ও ছবির সৌন্দর্য মিশে যাওয়ার ফলে কবিতার ভাবনা এবং ভাবার ব্যক্তিগত স্বাদ ভালোভাবে প্রকাশ পায়।
আমার কবিতায় আমি তারুণ্যের বিজয়কে একটি উৎসাহী, উদার এবং উৎসাহী ভাবনা দিয়ে উক্ত করেছেন। আপনি কবিতার মাধ্যমে ব্যক্তিগত এবং সামাজিক বিষয়গুলির সাথে মিলিত করে দিচ্ছেন, এবং তার মাধ্যমে স্বাধীনতা, উৎসাহ, ও ইতিহাসের সুন্দর ক্ষণগুলি উজ্জ্বল হচ্ছে।
তারুণ্যের বিজয়
-শুভ জিত দত্ত
স্বাধীনতা কোনো বাক যুদ্ধের ফসল নয়
এক বুক রক্তে অর্জিত
এক খন্ড ভূমি আর একটি পতাকা
মিশে আছে আত্মত্যাগে
একদল প্রতিবাদী যুবকের কন্ঠস্বর
ঘরে না ফেরার প্রত্যয়
তাদের চোখে বোনা একরাশ আগুন
ধ্বংস হবে পরাধীনতা
বার বার হায়নার দলের কালো থাবা
এসে পড়ছে মানচিত্রে
তত বার গর্জে উঠেছে রণাঙ্গনের যুদ্ধে
এই তারুণ্যের হাতিয়ার
ওদের মাঝে নেই কোনো ভয় আছে
স্বপ্ন কেবল জয়ের
সেই স্বপ্ন ওরা বুকে লালন করে
ছিনিয়ে আনে বিজয়
মেতে উঠে ওরা বিজয়ের উল্লাসে
ছড়িয়ে পড়ে উচ্ছাস
পরাধীনতার শৃঙ্খল ভেঙে আকাশে
নতুন সূর্যের উদয়।।
No comments:
Post a Comment