Shubhajit Datta - শুভ জিত দত্ত: কবিতা ভুল ভাবনা

Sunday, February 18, 2024

কবিতা ভুল ভাবনা

 ভুল ভাবনা

-শুভ জিত দত্ত


সেদিন থেকে হুট করেই বদলে গেলো

তোমাকে নিয়ে আমার ধারনা গুলো

সরল মনে তোমাকে নিয়ে যে ভাবনা

আমার মনে জড় হয়েছিল এতদিন

আজ তার পরিসমাপ্তি ঘটে গেল।

যেদিন তোমার সাথে আমার প্রথম 

দেখা আর কথা বলার সুযোগ হলো

দূর থেকে বিশ্বাস করা আর মন থেকে

ভালো লাগা কতটা ভুল ছিল

সেদিন মর্মে মর্মে উপলব্ধি করলাম।

প্রতিনিয়ত আঘাতে জর্জরিত হয়ে

নিজেকে সংশোধন করেছি যাতে,

এতো সহজে কেউ যেন বার বার

আঘাত করে পালিয়ে না যায়।

এখন খুব সতর্ক তাই ,নিজেকে

ভেঙে চুরে দুমড়ে মুচড়ে, এখন

পাষান বানিয়েছি নিজেকে।।





No comments:

Post a Comment

কবিতা তবুও ভালো থেকো

 তবুও ভালো থেকো -শুভ জিত দত্ত  যাবেই যখন ছেড়েই তুমি , হঠাৎ এসে জড়ালে কেন মায়ার জালে । এই তো আমি ,নৃত্য নতুন স্বপ্ন দেখি  তোমার চোখের অন্ত...