ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, February 21, 2024

কবিতা ভাষার বুকে হায়নার থাবা

 ভাষার বুকে হায়নার থাবা

-শুভ জিত দত্ত 


আমার ভাষায় আজ আবার থাবা বসিয়েছে

সেদিনের সেই হায়নার দল

তবু হেরে যাওয়ার পাত্র এই বাঙালি নয়

প্রয়োজনে রাজপথ আবার রঙিন হবে


যেখান থেকে ওদের আন্দোলনের সমাপ্তি

সেখানে থেকেই শুরু হবে

ভয় ডর হীন ভাবে বাঙালি ঠিকই ভাষার

রক্ষায় জন্য আবার সামিল হবে রাজপথে 


তবু শত ঘাত প্রতিঘাত পেরিয়ে বাঙালি

তার ভাষাকে রাখতে চাই

স্ব-মহিমায় বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের আসনে 

বসিয়ে যেখানে তার জ্যোতি উদ্ভাসিত হবে


ভাষার জন্য এক বার নায় প্রয়োজনে আমরা

বার বার রাস্তায় নামতে পারি

শুধু মেনে নিতে পারি না আমার ভাষার উপর 

ঐ হায়নার দলের জুলুম ,অত্যাচার, নির্যাতন।।



No comments:

Post a Comment