গ্রাম্য সংস্কৃতি
-শুভ জিত দত্ত
একটা সময় গ্রামে বসতো
যাত্রাপালার আসর
মাঝে মধ্যে বসতো আবার
জারি গানের বাসর
দেখতে দেখতে সে সব যে আজ
হারিয়ে গেল শেষে
মুছে যাচ্ছে তাদের কথা
জলের স্রোতে ভেসে
শিল্পী যারা কাজের খোঁজে
ভিক্ষার থালা ধরে
বাকি টুকু যাই বা ছিলো
বেঁচে কেজি দরে
ধুঁকতে ধুঁকতে কোনো রকমে
আশ্রয় যখন ঢাকা
সোজা পথে চলছে না যে
চলার পথটা বাঁকা।।
No comments:
Post a Comment