ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, February 7, 2024

কবিতা গ্রাম্য সংস্কৃতি

 গ্রাম্য সংস্কৃতি 

-শুভ জিত দত্ত


একটা সময় গ্রামে বসতো

যাত্রাপালার আসর

মাঝে মধ্যে বসতো আবার

জারি গানের বাসর


দেখতে দেখতে সে সব যে আজ

হারিয়ে গেল শেষে

মুছে যাচ্ছে তাদের কথা

জলের স্রোতে ভেসে 


শিল্পী যারা কাজের খোঁজে

ভিক্ষার থালা ধরে

বাকি টুকু যাই বা ছিলো 

বেঁচে কেজি দরে


ধুঁকতে ধুঁকতে কোনো রকমে

আশ্রয় যখন ঢাকা

সোজা পথে চলছে না যে

চলার পথটা বাঁকা।। 




No comments:

Post a Comment