ভালবাসা তুমি এসো না
যদিও এসো তবে খুব নিশ্চুপ
হয়ে নিঃশব্দে এসো
যেন কেউ টের টি না পায়
ভালবাসা তুমি যদি এসো
তবে ছেড়ে যেও না
বহু কাল বহু যুগ ধরে
থেকে যেও মোর পাশে
কঠোর কঠিন বন্ধনে
বেধে রেখ অকৃত্তিম মায়া জালে
সুযোগ দিও না কখন
বেড়িয়ে যওয়ার এই বন্ধন ছেড়ে
শত আঘাত শত কষ্টের
মাঝে রয়ে যেও চির নতুন হয়ে
ভালবাসা তুমি বার এসো
তবে সুখের পাখি হয়ে
যদিও এসো তবে খুব নিশ্চুপ
হয়ে নিঃশব্দে এসো
যেন কেউ টের টি না পায়
ভালবাসা তুমি যদি এসো
তবে ছেড়ে যেও না
বহু কাল বহু যুগ ধরে
থেকে যেও মোর পাশে
কঠোর কঠিন বন্ধনে
বেধে রেখ অকৃত্তিম মায়া জালে
সুযোগ দিও না কখন
বেড়িয়ে যওয়ার এই বন্ধন ছেড়ে
শত আঘাত শত কষ্টের
মাঝে রয়ে যেও চির নতুন হয়ে
ভালবাসা তুমি বার এসো
তবে সুখের পাখি হয়ে
No comments:
Post a Comment