ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, February 27, 2017

স্বার্থপর
টুম্পা দত্ত
সবাই বলে স্বার্থপর
তুইও বলিস আমি স্বার্থপর কেন বলিস বলতো
আমারে স্বার্থপর?
আমিতো সবাইরে খুব ভালবাসি সবাইয়ের মন রক্ষা করে চলি তবুও সবাই বলে আমি স্বার্থপর।
নিজের সব কষ্ট
মনের মধ্যে চেপে রেখে সবাইয়ের সামনে হাসিমুখে থাকি তাও সবাই বলে আমি স্বার্থপর। সবাইয়ের কথা হয়তো সহ্য হয় কিন্তু তুই যখন বলিস
আমি স্বার্থপর
তখন আর বাচতে ইচ্ছা করেনা তবুও আমি বেচে থাকবো
আর সবাই, এমনকি তোর কাছ থেকেও
সারা জীবন শুনবো আমি স্বার্থপর।।

No comments:

Post a Comment