রাখলো না কথা
..................শুভ জিত দত্ত
বললাম বার বার যাস না
শুনলো না সে শুনলো না
রাখলো না আমার কথা
তোর তো বোনের বিয়ে
তবু কি তোর হুশ নেই
আন্দোলনের ডাক এসেছে
আর কি থাকা যায়
মাগো কয়েক দিন কর অপেক্ষা
আবার আসবো ফিরে
তোমার উঠানের মাঝে
সেই যে গেলো খোকার
মুখ টা আর দেখা হল না
ওর আসার অপেক্ষার প্রহর
যেন আর শেষ হয় না
কেউ খবর টি ও দিল না
সে কোথায় আছে কেমন আছে
চোখের জলও শেষ হয়ে এসেছে
..................শুভ জিত দত্ত
বললাম বার বার যাস না
শুনলো না সে শুনলো না
রাখলো না আমার কথা
তোর তো বোনের বিয়ে
তবু কি তোর হুশ নেই
আন্দোলনের ডাক এসেছে
আর কি থাকা যায়
মাগো কয়েক দিন কর অপেক্ষা
আবার আসবো ফিরে
তোমার উঠানের মাঝে
সেই যে গেলো খোকার
মুখ টা আর দেখা হল না
ওর আসার অপেক্ষার প্রহর
যেন আর শেষ হয় না
কেউ খবর টি ও দিল না
সে কোথায় আছে কেমন আছে
চোখের জলও শেষ হয়ে এসেছে
No comments:
Post a Comment