ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, February 3, 2017

তার গল্প কেউ আজ আর শোনে না....
কলনীর ছোট ঘর টি কোন রকম চাটাই এর বেড়া দেওয়া চারিদিকে কোন রকমে তাদের এই ঘর টি তাদের একমাত্র সম্বল
বিট্রিশ প্রিয়োড থেকে রেল তার উপার্জনে একমাত্র পথ।ফেরী করে খাবার বিক্রি করে তার দিন টা কোন রকমে চলে যায় ।যেদিন তার শরীল টা পেরে ওঠে না সেদিন তাদের দুইজনকেই পুরো দিন টা উপোস থাকতে হয়
দেখতে কত দিন চলে গেল তবু এই দুই বুড়ো বুড়ি কে কেউ দেখতে আসে না
ছেলে টাও আর খোঁজ নেই না সে আছে মহা সুখে
সকাল হলেই তার বানানো খাবার নিয়ে ছুটে যওয়া এই বগি থেকে ওই বগি তবু একটু সময় পেলেই কারো সাথে গল্প করতে ইচ্ছে করে সেই পুরানো দিনের স্মৃতির কিছুটা আংশ বয়সের ভারে শরীল আর পেরে ওঠে না
যানি না এভাবে আর কদিন চলবে
জোটে না কোন ভাতা তবু সেদিন দাড়িয়ে ছিলাম মুক্তিযোদ্ধাদের পাশে এই খাবার নিয়ে সেদিন তাদের ক্ষুধা নিবারন করেছি কেউ মনে রাখেনি
তবু তোমাকে আমার এই দুঃখের দগদগে স্মৃতি গুলো শুনিয়ে নিজেকে বড্ড হালকা লগছে
কেউ তো আর তোমার মথ দু-দন্ড দাঁড়িয়ে আমার কথা গুলো শোনে না..................
.....শুভ জিত দত্ত

No comments:

Post a Comment