ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, May 18, 2021

 সোনার হাড়ি

-শুভ জিত দত্ত

আমার আছে গুপ্ত হাড়ি

তাতেই জাদুর গুলি,

যখন ইচ্ছা চাইতে পড়ি

অনেক মজার পুলি ।


চাইলে পড়ে মোহর মেলে

আরো টাকা কড়ি,

রান্না ঘরে বৌয়ের কথাই

আনি আমি খড়ি।


ছেলে যখন বায়না ধরে

লাগবে অনেক খেলনা,

সোনার হাড়ি কদর অনেক

একটু নয় সে ফেলনা।


যত্ন করে রাখি তুলে

রুপার একটা খাঁচায়,

গোপন‌ কথা জানে শুধু

জানে আপন চাচায় ।।


No comments:

Post a Comment