ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, May 3, 2021

 অবাক ঘটনা

-শুভ জিত দত্ত


প্রতি দিনের রাত্রি শেষে

ঘটছে মজার ঘটনা,

ভাবতে ভাবতে মানুষ গুলো

হচ্ছে এখন দোটানা ।


অবাক করা কাহিনী নিয়ে

হচ্ছে নানা রটনা,

খবরে কাগজে রোজকার পাতায়

কোনো গুলো ছোটনা।


নতুন নতুন ঘটনা দেখে

ভাইয়ের সাথে পটেনা,

একটু কিছু বললে পরে

গাড়ি গুলো ছোটেনা।


ওমনি বললে কিছু কথা

আছে আমার নানা,

এমন চড়ে বসিয়ে দেবে

করে দেবে কানা।


No comments:

Post a Comment