ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, April 24, 2021


পাখির ডানা

-শুভ জিত দত্ত


থাকতো যদি দুটি ডানা

মেলে দিতাম পাখা,

আকাশ জুড়ে রঙের ছটা

ইচ্ছে মতো মাখা।


বন্ধু হতো পাখি যতো

তাদের সাথে খেলা,

সবাই মিলে মেতে ওঠা

বসতো কতো মেলা।


খেয়াল খুশি উজাড় করে

একটু খানি উড়তাম,

মায়ের বকুনি শোনার আগে

সকাল সন্ধ্যা পড়তাম।


এটাই আমার স্বপ্ন ছিলো

সেদিন ঘুমের মাঝে,

নানা গল্পে উঁকি মেরে

আমার স্বপ্ন সাজে।।





No comments:

Post a Comment