আবার করোনা
-শুভ জিত দত্ত
মহা প্রকোপ নিয়ে হঠাৎ
আবার এলো বিপদ ,
বাড়ির বাহির হলে নাকি
ধরবে নাকি আপদ।
এদিক ওদিক ভাইরাস আবার
যাচ্ছে হঠাৎ ছড়িয়ে,
খালি মুখে বাইরে গেলে
মাস্ক দিচ্ছে পড়িয়ে।
মানুষ গুলো ঘুরে বেড়ায়
করোনার ভয় পাই না,
অফিস শেষে তারা এখন
রাস্তায় বসে খাই না।
ওপর তলার মানুষ নাকি
বাইরে যাইনা কাজে,
গরিব মানুষ বাইরে গেলে
বলে ওদের বাজে।।
No comments:
Post a Comment