ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, April 20, 2021

 চিরচেনা পথের পানে

শুভ জিত দত্ত


তোমার আশা যাওয়ার 

পথটা চেয়ে থাকি

অবাক হয়ে ভাবি কখন

যাবে এ পথ দিয়ে


প্রতিদিন ঠিক ঘড়ি ‌ধরে

নিজেকে আড়াল করে 

শুধু দেখবে বলে খানিকটা

সময় গুণতে থাকা


তোমার ওই অবাক করা

মন জুড়ানো হাসি

লাম্বা চুলে বাতাসের সাথে

অবিরাম খেলতে থাকে

তাই হয়তো কোন মতে 

মন বসে না কাজে।।



No comments:

Post a Comment