Tuesday, April 20, 2021

 বোনের বিয়ে

শুভ জিত দত্ত


পরশু দিনের দুদিন পরে

আমার বোনের বিয়ে।

জামাই বাবু পড়ে আছে

মামার বাড়ি গিয়ে।


মোরগ পোলাও করবে এবার

সাথে আছে পোস্ত।

পাড়ার লোকে খাবে বেশি

খাবে নাতো রোজতো?


বোনের ইচ্ছে ঘোড়ায় চড়ে

সাথে নেবে পালকি ।

তাহার শাড়ি বলছে লোকে

একটু বেশি লালকি?


জামাই বাবা পেটুক ভারি 

একটু দিলেই রাগে,

ওমনি বললে মুখের উপর

লাগেজ নিয়ে ভাগে।




 

No comments:

Post a Comment