নদীর পাড়
শুভ জিত দত্ত
নদী মানে বয়ে চলা
সীমাহীন ভাবে
যেখানে মিশে আছে কত
সুখ দুঃখের গল্প
সময়ে অসময়ে হয়েছে
উত্তাল ভেঙেছে পাড়
চোখের জলে ভেসে গেছে
অসহায় মানুষের সম্বল
চোখের নিমিষেই বিলীন
হয়েছে গরীবের ঘর
অসহায়ের মতো চেয়ে
থাকা ওই নদী বক্ষে
শেষ হয়না তার পথ চলা
তবু বয়ে চলে
এই নদীতে সৃষ্টি হয়েছে
কত গান কবিতা।।
No comments:
Post a Comment