তোমার আশায়
-শুভ জিত দত্ত
কোন এক শরৎ এলে
তুমি এসো হঠাৎ করে
অবাক হয়ে থাকবো
অচেনা তোমায় দেখে
তাই আজ স্বপ্ন বোনা
মনের আকাশ জুড়ে
খেয়াল খুশির রঙে
আসবে কবে তুমি
গল্প গুলো জমিয়েছি
তোমায় বলব সেদিন
হঠাৎ করে মনের কোনে
আসবে তুমি যেদিন
দুচোখে মেলে বিভোর
হয়ে চেয়ে আমি রইব
মনের যত কথা গুলো
তখন আমি কইব।।
No comments:
Post a Comment