ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, May 31, 2021

 

আবার ফিরে এসো

-শুভ জিত দত্ত

আজো কেন জানি না

ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

তোমার সাথে কাটানো

স্মৃতির পাতা গুলো


বড্ড অবহেলা আর

অযত্নে পড়ে থাকা

অ্যালবাম জ্বলে গেছে

ছবি গুলো বোঝা দায়


তবু তো তুমিও কি

ভুলে আছো নাকি

মাঝে সাজে আমাকে 

খোঁজো মনের অন্তরালে


সেদিন হয় তোমার কথা

বোকা বোকা হয়ে শুনে

গেছি আমি সরল সোজা

তাই কি উত্তর দেবো


এতেই কি সব শেষ হয়ে

যাবে আর কি কোনো

মতে একটি বারো 

যায় না ফিরে আসা।।




No comments:

Post a Comment