ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, October 24, 2021

 অপেক্ষা

.... শুভ জিত দত্ত


দেখ ঠিক খুঁজে নেব

যেখানেই তুমি থাকো

বিধাতা যখন লিখেছে

পাবো একদিন ঠিকই


হয়তো কিছুদিন একাকীত্ব

গ্রাস করবে আমায়

তুমি আসবে একদিন

এইভেবে ভালো থাকবো


অনেক গল্প রেখেছি জমিয়ে

যেদিন আসবে তুমি

মনের কথা গুলো 

শোনাবো তোমায়


শুধু জানি না

তুমি কেমন আছো

মনে মনে জপি ঈশ্বরের নাম

যেন তোমায় ভালো রাখে

No comments:

Post a Comment