অপেক্ষা
.... শুভ জিত দত্ত
দেখ ঠিক খুঁজে নেব
যেখানেই তুমি থাকো
বিধাতা যখন লিখেছে
পাবো একদিন ঠিকই
হয়তো কিছুদিন একাকীত্ব
গ্রাস করবে আমায়
তুমি আসবে একদিন
এইভেবে ভালো থাকবো
অনেক গল্প রেখেছি জমিয়ে
যেদিন আসবে তুমি
মনের কথা গুলো
শোনাবো তোমায়
শুধু জানি না
তুমি কেমন আছো
মনে মনে জপি ঈশ্বরের নাম
যেন তোমায় ভালো রাখে
No comments:
Post a Comment