Wednesday, October 27, 2021

 দুঃখের সঙ্গী

-শুভ জিত‌ দত্ত


সেদিন হয়তো আকাশটা

বড় মেঘলা ছিল

কলো মেঘের দল গুলো

এসে জড়ো হচ্ছিল


হঠাৎ করেই যেন ছেয়ে

গেল আকাশ জুড়ে

ক্রমেই বিষণ্ণতা ছড়িয়ে পড়লো

কিছু সময়ের ব্যবধানে


তোমার মনটা খারাপ ছিলো

তাই হয়তো সেদিন ওরা

তোমার কষ্টের সঙ্গী হলো

আবার দুঃখের ভাগও নিলো


শুধু আমি কেন কাঁদতে 

পারছিনা না বলতে পারো

শুধু প্রচন্ড যন্ত্রনায় কেন 

ছটফট করছি সারাদিন।।



No comments:

Post a Comment