ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, October 23, 2021

কবিতা

 ওরা সংখ্যালঘু

-শুভ জিত দত্ত


রক্ত জল করে গড়া সম্পদ

পুড়ে যেতে দেখতে হয়

অসহায় এর মতো

আর ক্রমাগত চোখের 

জল ফেলতে হয়

এক সময় এই চোখের

জল অভিশাপ হয়ে 

ধরা দেবে সময়ের ব্যবধানে

কি দোষ ছিল

কি বা অন্যায় ছিল

তবু কেন এতো বড়

শাস্তি পেতে হলো

আমরা দূর্বল জাতি

এই কি ওদের অপরাধ

আমরা থাকি আমাদের

মতো লাগি না কারো পিছু

যায় না কোন ঝুট ঝামেলায়

থাকি নিজেদের মতো

তবু কেন হামলা অত্যাচার

আর কত দিন সহ্য 

করতে হবে এই নিদারুণ অত্যাচার।।

No comments:

Post a Comment