ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, October 30, 2021

 একটু সময় হবে

-শুভ জিত দত্ত


তোমার সাথে বললে কথা

ভুলে যায় সব কিছু 

দুঃখ বলে আছে নাকি

মাথায় আসে না


অপেক্ষা আমি করতে পারি

একটু কথা বলতে দেবে

সময় নষ্ট করবো না

কাজের ফাঁকে কথা বলো 


কখন তোমার সময় হবে

জমানো কিছু কথা আছে

অনেক কিছু বলবো তোমায়

যখন একটু সময় দেবে


যদি খুব রাগ করো 

খানিক একটু বকা দিও

তবুও একটু সময় পেলে

আমার সাথে কথা বলো


No comments:

Post a Comment