ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, January 1, 2022

কবিতা 

অপেক্ষা
শুভ জিত দত্ত
জানি দেখা হবে মাঝে শুধু
কিছু সময়ের ব্যবধান
তবু তোমার আমার ভেতর
কত যুগ না দেখা কষ্টের
পাহাড় জমে গেছে
যেদিন দেখা হবে ঠিক দেখো
জমানো যত কথা আছে
যতটা পারি বলবো তোমায়
আর নিজেকে হালকা করব
বহু কলের দেখি না তোমাকে
তাই হয়তো কথা গুলো
জমতে জমতে বিশাল এক
পাহাড় তৈরি হয়ে গেছে
তবে তোমার সাথে দেখা না
হলে হয় তো বা
কখনো এই আমার পূর্ণতা পাবে না
তোমাকে খুঁজতে খুঁজতে খুব
হয়রান হয়ে গেছি।।

No comments:

Post a Comment