বুড়ির ঘুড়ি
-শুভ জিত দত্ত
বাড়ির পাশে বনের ধারে
থাকতো আজব বুড়ি
সারা দিনে সময় পেলে
খেতো নাকি মুড়ি
শোনা কথা তিনি নাকি
রাখতো কাছে নুড়ি
তাতেই তিনি জাদু করে
পেতো নাকি মুড়ি
খাবার কষ্টে যেতো ছুটে
তিনি দিতেন তুড়ি
তাতেই সবার বস্তা বস্তা
জুটতো কতো মুড়ি
বুড়ির বাড়ি ছিলো নাকি
বিশাল একটা ঘুড়ি
সেটাই চড়ে এদিক ওদিক
ঘুরতো আজব বুড়ি
No comments:
Post a Comment