ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, January 22, 2021

কবিতা

 কল্পনার জগতে

শুভ জিত দত্ত



হঠাৎ আনমনে অজানা স্বপ্নে

কখনো কি খুঁজেছো 

অবাক হয়ে নীল আকাশের

মেঘ গুলো চেয়ে দেখেছো


সবুজ ঘাসের অচেনা পথে

কখনো কি হেঁটেছো

কল্পনাতে কি কখনো রং

নিয়ে খেলা করেছো


ভালো লাগা গুলো একটু

পাখির সাথে বলেছো

সময়ে অসময়ে কখনো কি

নিজেকে হারিয়ে ফেলেছো


হারিয়ে যাওয়া সময় আমায়

একটুও সাথে নিয়েছো

নাকি অবহেলার ছলে আমাকে

বার বার হারিয়ে ফেলেছো।।

No comments:

Post a Comment