ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, January 16, 2021

ছড়া কবিতা


 


"শখের হাঁড়ি"

শুভ জিত দত্ত

পথের পাশে পুকুর পাড়ে

বকুল মিয়ার বাড়ি,

লোকে বলে তাহার নাকি

আছে সোনার হাড়ি।


প্রবেশ পথে কুকুর থাকে

দেখলে ডাকা ডাকি,

বকুল মিয়ার দেবে ফাঁকি

এতো সহজ নাকি।


হিয়া লম্বা পাঁচিল আছে

আবার থাকে কামান,

লাঠি হাতে তৈরি থাকে

চুরি আবার থামান।


মিয়া ভাইয়ের রাতের ঘুমটা

কেড়ে নিলো হাড়ি,

কতো স্বপ্ন ছিলো সেতো

শখের ছিলো ভারি।।






No comments:

Post a Comment