ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, January 15, 2021

 এভাবেই এসো ফিরে

-শুভ জিত দত্ত


সেদিন তুমি আসবে বলে

আমি আবার রাত জেগে

ভেবেছি কি বলবো দেখা

হলে শুধু তোমার সাথে


জানো এতো বিরতি তবুও

একটু কমে নি তোমার প্রতি 

যে মায়া টুকু সযত্নে জমিয়ে

ছিলাম মনের অগোচরে


আজ তাই দিশে হারা হয়ে 

তোমার আশার খবর

বিলিয়ে বেরায় পাক পাখালি

আর নীল আকাশের মাঝে

 

আর ভুল করবো না 

ছাড়বো না কোন মতে

তোমাকে আর আমার 

থেকে ছেড়ে যেতে দেবো না।।




No comments:

Post a Comment