"ফিরে এসো তুমি"
শুভ জিত দত্ত
এইতো সেদিন খুব বেশি দিন নয়
কত কথার মাঝে বেঁধে রাখতে
তবে কেন এমন হঠাৎ পরিবর্তন
কি এমন কষ্ট চেপে রেখেছিলে
কেমন চলছে তোমার দিনগুলো
তুমি তো আমাকে তোমার মতো
করে পেতে চেয়েছিলে তবু কেন
যেতে হলো আমাকে একা করে
জানো তোমার পছন্দের পাখিটি
তোমার জন্য হঠাৎ কেঁদে ওঠে
শুনলে অবাক হবে তোমার নাম
করে আর শুধু খোঁজাখুঁজি করে
সেই ছবিটি তুমি প্রথম দিয়েছিলে
আজো প্রতিদিন মালা গেঁথে রাখি
সন্ধ্যা হলে চেয়ে থাকি ছবির দিকে
তুমি তো আছো পুরো বাড়িটা জুড়ে
সেদিন হাত ধরে ঢুকে ছিলে প্রথম
এই সোনার সংসারে আজ অথচ
আমাকে ফেলে তুমি উড়াল দিলে
সাথে নিতে সেই না ফেরার দেশে।।
No comments:
Post a Comment