"আঁকড়ে ধরা স্মৃতি"
শুভ জিত দত্ত
তুমি হয়তো ভুলে গেছো
সুখের কিছু স্মৃতি
সন্ধ্যায় জোনাকির আলোয়
প্রতিদিন হেঁটেছি কতটা পথ
তোমার চোখের দিকে তাকিয়ে
শুনেছি হাজারো কথা
কত আবদার আমার কাছে
যতটা সম্ভব মিটিয়েছি
তবু কেনো বিরক্তির রেখা
পড়েনি কোনো ভাবেই
কারণ এটা কাছে আসার
এক শুরুর গল্প
তুমি কি হাজারো অভিমান
জমা করে আছো
নাকি এখনো মন থেকে
আমাকে খুঁজে ফেরো
জানো আমি কিন্তু এখন
সেই তেমনি আছি
ঠিক যেমনটি তুমি চেয়েছিলে
তুমি আমার কাছে।।
No comments:
Post a Comment