ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, December 21, 2020

 "রাজার আইন"

শুভ জিত দত্ত

ব্যাঙ যখন রাজা হলো

নতুন আইন আনলো,

সবাইকে খুব পড়তে হবে

তাতে কিছু জানলো।


মূর্খ হয়ে থাকবে না কেউ

এটা সবাই মানলো,

রাজার আইনে মূর্খ গুলো

রাজ্য ছেড়ে ভাগলো।


শিক্ষা পেয়ে নতুন করে

বাঁচার আশা জাগলো,

জানতে জানতে অনেক কিছু

অজ্ঞতা গুলো ভাগলো।


শিক্ষা যতো বাড়ছে ওদের

জানার সীমা বাড়ালো,

বিস্তার দেখে রাজা এবার

আইন কিছু কাড়লো।


No comments:

Post a Comment