"নিঃস্বার্থ কাছে আসা"
শুভ জিত দত্ত
কাজের হিসেবের মাঝে নয়
কোনো স্বার্থের বেড়া জালে
খুঁজো না আমায় কখনো
যদি কখনো কাছে ডাকতে
ইচ্ছে হয় প্রয়োজন ব্যাতীত
তবে আমি আসবো সব ফেলে
তবে এই সম্পর্ক কি শুধুই
স্বার্থের মাঝে বাঁধা পড়েছে
বার বার নতুন কাজের কথা
যেখানে মনের কষ্ট গুলো
অকারণে শুধু হারিয়ে গেছে
তোমার অবহেলার মাঝে
তাই হয়তো কোনো বাঁধাই
আটকাতে পারিনি শুধু
তোমার অতৃপ্ত মায়া জালে
যদি কাজ ফুরিয়ে যায়
আবার খুঁজতে পারো
ঠিক ফিরে আসবো দেখো
রাখবো না কোনো অভিমান
সব ফেলে আসবো ঠিকই
দেখো শুধু তোমার কাছেই।।
No comments:
Post a Comment