"ওরা নির্ভীক যোদ্ধা"
শুভ জিত দত্ত
অস্ত্র হাতে ছিলো ওদের
চলল তাদের গুলি
শহীদ হলো সালাম বরকত
উড়লো মাথার খুলি
ভাইয়ের রক্তে ভিজে গেলো
আমার দেশের মাটি
চারি দিকে শোকের মাতম
চলল কান্না কাটি
আকাশ বাতাস ভারী হলো
কান্নার কোলা হলে
এদিক ওদিক সবার মুখে
ভাষার দাবি বলে
বাঁধা ছিলো কতো রকম
গিয়ে ছিলে সেখানে
মাতৃ ভাষা বাংলা দাবি
ওঠে ছিলো যেখানে
No comments:
Post a Comment