ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, December 8, 2020

 "তুমি আসবে"

শুভ জিত দত্ত


যানি না কোন সুদূরে

কোথায় তুমি আছো

ইচ্ছে করে তোমার দেখার

সকাল সন্ধ্যা রাত্রি

দিন কাটে না তোমায় ছাড়া

ভাবি অহ রাত্রি

চাইলে পড়ে পাবে আমায়

একটু খুঁজে দেখো

কোন উপমার ধরা দেবে

সেই কথা শুধু ভাবি

গুণতে গুণতে দিন গুলো

ফুরিয়ে গেল বছর

এই আশাতে দিন গুলো তাই

যাচ্ছে আমার ভালোই

অবাক হবে শুনতে শুনতে

আমার জমানো কথা

আজ তাই ভাবছি শুধু

আসবে কবে তুমি।।




No comments:

Post a Comment