Thursday, December 10, 2020

 "তোমার মাঝেই"

শুভ জিত দত্ত


কাছে আমার টেনো না

যদি বেঁধে রাখতে না পারো

আমাকে ছুঁতে যেও না

যদি শয্য করতে না পারো

কথা বলতে যেও না

যদি পছন্দই না করো

আমাকে আর ডেকো না

যদি শুধু সার্থের জন্য খোঁজো

দূরে কখনো ঠেলো না

যদি একবার কাছে টেনে থাকো

বার বার আসতে পারি

যদি কখনো বিপদে তুমি পড়ো

আকাশ ছুঁতে যেও না

যদি হৃদয় ছুঁতে না পারো

আমার কাছে ডেকো না

যদি ছুড়ে ফেলে দাও

নীরব হয়ে থেকো না

যদি কথাই না বলতে পারো

এইভাবে কাছে ডেকো

যদি কখনো মন ছুঁয়ে থাকি।।

No comments:

Post a Comment